বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC 2023: ‘অন্যতম সেরা বিশ্বকাপ জয়,’ চ্যাম্পিয়ন হতেই কামিন্সদের শুভেচ্ছা জানালেন গিলক্রিস্ট

ICC CWC 2023: ‘অন্যতম সেরা বিশ্বকাপ জয়,’ চ্যাম্পিয়ন হতেই কামিন্সদের শুভেচ্ছা জানালেন গিলক্রিস্ট

বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া দল। ছবি-এএফপি (AFP)

ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন হতেই কামিন্সদের শুভেচ্ছা জানালেন প্রাক্তন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো করেনি অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে হেরে একটা সময় পয়েন্ট টেবিলের একেবারে শেষ জায়গা করে নিতে হয় প্যাট কামিন্সের দলকে। অজি অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই সময় যেমন অনেকই তাঁর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেছেন, ঠিক তেমনই পাশেও থেকেছেন। তার ফল এবার তারা হাতে নাতে পেলেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসাবে নাম লেখালেন প্যাট কামিন্স। একেবারে শেষ থেকে যেভাবে দলকে তিনি টেনে তুলে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন তা সত্যি প্রশংসনীয়।

ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে হয় অস্ট্রেলিয়াকে। যারা এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স জারি রাখে। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় ভারত। দুর্দান্ত করা ভারতকে দেখে অনেকেই ধরে ফেলেছিলেন এবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হতে চলেছে। কিন্তু ফাইনালে এসে সব কিছুই যেন ভেস্তে গেল। ভারতীয় সব সেলিব্রেশনে জল ঢেলে দিলেন প্যাট কিমন্স, ট্র্যাভিস হেডরা। ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হল অজিরা।

এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৪০ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে খুব সহজেই সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া। দুর্দান্ত ব্যাটিং করেন ট্র্যাভিস হেড। ১২০ বলে ১৩৭ রান করেন তিনি। মূলত তাঁর ব্যাটে ভর করেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জয়ের পরই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানিয়েছেন, 'আমি খুব গর্বিত এই অস্ট্রেলিয়ান দল ও ক্রিকেটারদের জন্য। তারা যেভাবে খেলেছে সত্যি দুর্দান্ত। এই অস্ট্রেলিয়া দল যে পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্বকাপ তা সত্যি প্রশংসনীয়। পুরো কৃতিত্বটাই ছেলেদের। এটা আমাদের অন্যতম সেরা বিশ্বকাপ।'

শুধু গিলক্রিস্ট একা নন, পাশাপাশি প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপও অজিদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ষষ্ঠ আইসিসি বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। তাদের কখনই কেউ হালকা ভাবে নেবেন না। একটি অভিজাত ক্রীড়া সংস্কৃতি এবং আধিপত্য অব্যাহত এখনও তারা বজায় রেখেছে। খুব ভালো খেলছে অস্ট্রেলিয়া।'

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, 'ভারতের জন্য এটি হৃদয়বিদারক ঘটনা হলেও রোহিত এবং ওর ছেলেরা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাদের মাথা উঁচু করে রাখতে পারবে। এক ম্যাচে পরাজয় দলের সম্মান নষ্ট করে না। অস্ট্রেলিয়াকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন এবং ট্র্যাভিস হেডকেও শুভেচ্ছা জানাই দুর্দান্ত শতরান করার জন্য। রোহিত এখন সত্যি হতাশ হবে, তবে গত সাত সপ্তাহে ও এবং দল যেভাবে খেলেছে তাতে তার গর্বিত হওয়া উচিত।'

ক্রিকেট খবর

Latest News

পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের… ISL শুরুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! মুনমুনের 'আমার দুর্গা' পাঠে চোখে জল কৌশিকীর, তবুও বিদ্রুপের শিকার আবৃত্তিকার!কেন ভিডিয়ো-বার্থ ডে পার্টিতে সিঙ্গার গিল-ড্যান্সার ইশান! উপভোগ করলেন শ্রেয়স-রাহুল… 'তোর বোনের সঙ্গে হলে কী করতিস?', RG করে বিক্ষোভের মুখে CBI, হল অশালীন আক্রমণও ‘কবির যদি টিবি না হয় তাহলে…’ হঠাৎ শ্রোতাদের বিদ্রুপ করে বিঁধলেন কেন শিলাজিৎ? Nations League- ইজরায়েলের মাঠে জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! গো ব্যাক স্লোগান নিয়ে ফের মুখ খুললেন ঋতুপর্ণা, তুললেন আন্দোলন নিয়ে প্রশ্নও প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি কাদের জন্য অনুকূল, কী বলছে আজকের প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.