গত কয়েক দিন আগেই মুম্বইয়ের দূষণ এবং সেখানকার আবহাওয়া নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। জো রুটরা অভিযোন করেন, মুম্বইয়ের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তাদের। দূষিত আবহাওয়ার জন্য তারা খেলতে পারছিলেন না। এই রকম অভিযোগ করেন তারা। পাশাপাশি সেখানকার গরম নিয়েও নাভিশ্বাস পরিস্থিতি হয় ইংরেজদের। যদিও ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন অনেকটাই হয়েছে।
শুধু ইংল্যান্ড ক্রিকেটাররাই নন, সেই সঙ্গে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও একই অভিযোগ করতে দেখা গিয়েছে। এবার মুম্বইয়ের আবহাওয়া দেখে আঁতকে উঠলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। আর সেই ম্যাচ খেলতে লখনউ থেকে মুম্বই যায় ভারতীয় দল। ঠিক সেই সময় বিমান থেকে মুম্বই শহরের একটি ছবি তোলেন 'হিট ম্যান।'
সেই ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় স্টোরি দেন এবং ক্যাপশনে হতাশা প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, 'মুম্বই, এটি কি হয়ে গেল।' সেই সঙ্গে দুটি ইমোজিও দেন তিনি। সেখানে দেখা যায় একটি ইমোজি মাক্স পরা রয়েছে। মুম্বইয়ের দূষণ নিয়ে যে তিনিও বেশ চিন্তিত হয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তাঁর সেই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে দূষণের একটি স্তর তৈরি হয়েছে। দৃশ্যমানতাও অনেকটাই কমে গিয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচ খেলা যে বেশ কঠিন কাজ, তা এক প্রকার স্পষ্ট।
এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। টানা ৬ ম্যাচে অপরাজিত টিম ইন্ডিয়া। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে রোহিতের দল। অনেকেই সেই ম্যাচে আশঙ্কা করেছিল, ভারত হেরে যাবে। কিন্তু চাপে পড়েও কীভাবে ম্যাচ জেতা যায়, তা দেখিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এবার তাদের সামনে শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতে ইডেনে নামতে চাইছে ভারত। আগামী ৫ নভেম্বর ইডেনে ভারত নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবং শেষ ম্যাচে ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে রোহিতের দল। তবে তাঁর আগে মুম্বইয়ের এই আবহাওয়া চাপে ফেলে দিয়েছে ভারতকে। যদিও এটা খুব একটা সমস্যায় ফেলবে না ভারতকে। চেনা পরিবেশে বাজিমাত করতে মরিয়া রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।