বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs AUS: অজিদের বিরুদ্ধে T20 সিরিজেও পাওয়া যাবে না হার্দিককে, নেতৃত্বে সূর্য বা রুতু- রিপোর্ট

IND vs AUS: অজিদের বিরুদ্ধে T20 সিরিজেও পাওয়া যাবে না হার্দিককে, নেতৃত্বে সূর্য বা রুতু- রিপোর্ট

রুতুরাজ গায়কোয়াড়, হার্দিক পান্ডিয় এবং সূর্যকুমার যাদব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সম্ভবত হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না। সূর্যকুমার যাদব, যিনি টি-টোয়েন্টি দলের মনোনীত সহ-অধিনায়ক, তিনি অথবা এশিয়ান গেমসের স্বর্ণজয়ী দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্ব দেবেন। 

২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজটি ২৩ নভেম্বর ভাইজাগে শুরু হবে। এর পর তিরুবনন্তপুরম (২৬ নভেম্বর), গুয়াহাটি (২৮ নভেম্বর) , নাগপুর (১ ডিসেম্বর) এবং হায়দরাবাদে (৩ ডিসেম্বর) বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে।

অজিদের বিরুদ্ধে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের। এমতিতেও টি-টোয়েন্টি দলে বহু দিন রাখা হচ্ছে না বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এর মধ্যে আবার জানা গিয়েছে, হার্দিক পান্ডিয়া, যিনি সম্প্রতি সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দলের নেতৃত্ব দিচ্ছিলেন, তাঁকেও অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে পাওয়া যাবে না।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, তারকা অলরাউন্ডারের বাঁ-পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তাই হার্দিকের সেরা উঠতে আরও সময় লাগবে। এটাও জানা গিয়েছে যে, ভারতের বিশ্বকাপ সেমিফাইনালের পরেই স্কোয়াড ঘোষণা করা হবে। ১৫ নভেম্বর সম্ভবত ভারত মুম্বইয়ে সেমিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

আরও পড়ুন: ভারতকে কী ভাবে আটকাতে হবে ভালো ভাবে জানি- লঙ্কাকে হারিয়েই সেমির ভাবনা বোল্টের, ফেরাতে চান ২০১৯-এর স্মৃতি

অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা। এবং ডারবানে ১০ ডিসেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তখন হার্দিককে পাওয়া যাবে কিনা, সেটির দিকে সকলের নজর থাকবে।

বিসিসিআই-এর একটি সূত্র পিটিআই-কে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে সময় রয়েছে। তাই হার্দিক সেই সিরিজের আগে ফিট হবেন কিনা এবং তিনি নির্বাচনের জন্য উপলব্ধ কিনা, সেটা ঘোষণা করার আগে কিছুটা সময় পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দেখা হবে, তিনি খেলায় প্রত্যাবর্তন করতে পারবেন কিনা। ছবিটা অবশ্যই অনেকটা পরিষ্কার হবে। এটি অবশ্যই এনসিএ স্পোর্টস সায়েন্স টিমের সিদ্ধান্ত হবে।’

অস্ট্রেলিয়া সিরিজে হার্দিকের স্থলাভিষিক্ত হতে পারেন সূর্যকুমার যাদব বা রুতুরাজ গায়কোয়াড়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, হয় সূর্যকুমার যাদব, যিনি টি-টোয়েন্টি দলের মনোনীত সহ-অধিনায়ক, তিনি অথবা এশিয়ান গেমসের স্বর্ণজয়ী দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: IPL 2024- এ DC-কে নেতৃত্ব দেবেন পন্তই- বড় দাবি সৌরভের

আইপিএলের পর আগামী বছর জুন এবং জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেটা মাথায় রেখেই টিম নিয়ে এখন থেকেই ভাবনাচিন্তা চলছে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য অবশ্য আয়ারল্যান্ড এবং এশিয়ান গেমসে যাঁরা খেলেছেন, তাঁদের নিয়েই মূল দল গঠন করা হবে।

বিসিসিআই-এর এক কর্মকর্তা দাবি করেছেন, ‘অবশ্যই, যে কোনও বড় ইভেন্টের সময়ে জসপ্রীত বুমরাহের মতো কাউকে খেলানো হবে। তাঁর অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর পর্যাপ্ত খেলার সময় পাবেন এবং সুন্দর ভাবে তাঁর ওয়ার্ম আপ হবে। মহম্মদ সিরাজের জন্যও তাই।’

অজিদের বিরুদ্ধে সিরিজের জন্য আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমারদের দলে নেওয়া হতে পারে। এছাড়াও আসন্ন এই সিরিজের জন্য, এশিয়ান গেমসে দলে থাকা প্লেয়ারদের বাদ দিয়ে সঞ্জু স্যামসন, ইশান কিষান, এবং যুজবেন্দ্র চাহালদের দলে ফেরানো হতে পারে। অক্ষর প্যাটেল তাঁর হ্যামস্ট্রিং চোট সারিয়ে উঠলে তাঁকে নির্বাচিত করা হতে পারে। কারণ রবীন্দ্র জাদেজা অবশ্যই দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্রাম পাবেন।

ক্রিকেট খবর

Latest News

নোমান-সাজিদের জুটি, ১৩৭ রানে শেষ উইন্ডিজের প্রথম ইনিংস, পাকিস্তান ২০২ রানে এগিয়ে লটারিতে ৭ কোটি ১৪ লক্ষ টাকা জিতেছিলেন কর্মী, খবর শুনেই পুরস্কার ফেরত চায় সংস্থা! এইমসের বাইরে ঠান্ডায় পড়ে আছেন রোগীর পরিজনরা, দেখে কী বললেন রাহুল? ‘রোশন পরিবার স্বজনপ্রীতি তো...’ রাকেশ রোশন সম্পর্কে কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া? আরকে ফিল্ম ফেস্টিভ্যালে রণবীরকে লুকিয়ে আলিয়াকে কী বললেন কার্তিক? বাবা হাসপাতালে, এর মধ্যেই সিনেমার শ্যুটিং শুরু করলেন সইফ-পুত্র ইব্রাহিম! হাতে ৩ দিনের ছুটি? ঘুরে আসতে পারেন কাছেপিঠে এই স্থানগুলি থেকে তাড়াতাড়ি ওজন কমানো খুব ক্ষতিকর! সতর্ক করে যা যা জানালেন পুষ্টিবিদ কিছু জিনিস দানে সংসারে নেমে আসে অশান্তি, সকাত চৌথে ভুলেও করবেন না এইগুলি দান দাঁড়াতে পারছেন না সোজা হয়ে! ফের মদ্যপ অবস্থায় বেসুরো পিয়া রে বিতর্কে জুবিন

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.