বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs SA- মিকি আর্থারের পথে হাঁটলেন না, বড় হারের পর আত্মসমালোচনার পথে প্রোটিয়া কোচ ওয়াল্টার

IND vs SA- মিকি আর্থারের পথে হাঁটলেন না, বড় হারের পর আত্মসমালোচনার পথে প্রোটিয়া কোচ ওয়াল্টার

তেম্বা বাভুমা ও বোলিং কোচ এরিক সিমন্সের সঙ্গে বসে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ রব ওয়াল্টার (ছবির সৌজন্যে-AFP)

ওয়াল্টার বলেন, ‘পিচকে দায়ী করা আমার পক্ষে খুবই অদূরদর্শী এবং অন্যায্য হবে। যেখানে এক পক্ষ ৩২০ রান করছে এবং আমরা ৮০ রানে বোল্ড হয়ে যাই। এটা ঠিক শোনাচ্ছে না, তাই না? সুতরাং, ন্যায্য হতে হবে। যেমনটা আমি বলেছিলাম, এই পিচে ৩২০ রানটা খুব বেশি ছিল। আমি পিচকে দোষ দেব না।’

ভারতের বিরুদ্ধে ম্য়াচ হারার জন্য বোলারদেরকেই দায়ী করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ রব ওয়াল্টার। তাঁর মতে ইডেনে গার্ডেন্সে প্রোটিয়া বোলাররা ৭০-৮০ রান অতিরিক্ত দিয়েছে। সেই কারণেই নিজের দলের বোলিংকেই দায়ী করেছেন ওয়াল্টার। রবিবার দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে পরাজিত করেছিল ভারত। ইডেন গার্ডেন্সের ট্র্যাক দেখে এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছিলেন রোহিত শর্মা। এ দিন বিরাট কোহলি নিজে ৪৯তম ওডিআই সেঞ্চুরিটি পূর্ণ করেন। এরফলে পাঁচ উইকেটে ৩২৬ রান তোলে ভারত।

ম্যাচ-পরবর্তী মিডিয়া ইন্টারঅ্যাকশনে ওয়াল্টার বলেন, ‘পিচকে দায়ী করা আমার পক্ষে খুবই অদূরদর্শী এবং অন্যায্য হবে। যেখানে এক পক্ষ ৩২০ রান করছে এবং আমরা ৮০ রানে বোল্ড হয়ে যাই। এটা ঠিক শোনাচ্ছে না, তাই না? সুতরাং, ন্যায্য হতে হবে। যেমনটা আমি বলেছিলাম, এই পিচে ৩২০ রানটা খুব বেশি ছিল। আমি মনে করি আমরা সকলেই এটার সঙ্গে একমত হব যে, তারা এই পিচে ৭০ থেকে ৮০ রান বেশি করেছিল। আমি মনে করি এদিন ভারত দুর্দান্ত খেলেছে। আমি সেই কারণেই পিচকে দোষ দেব না।’

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ রব ওয়াল্টার আরও বলেন, ‘ভারত আমাদের আজকের চেয়ে অনেক উন্নত ছিল। এটা সম্পর্কে কোন দ্বিধা নেই। আমরা যেমন এই টুর্নামেন্টে খেলেছি, আমরা অন্যান্য দলগুলির তুলনায় অনেক বেশি উন্নত ছিলাম, যেগুলি কাগজের টুকরোতে সমানভাবে মিলে যায় বা সম্ভাব্যভাবে উচ্চতর দেখায়। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পূর্ণ ইডেন গার্ডেন্সে আপনি খেলতে পারবেন না।’ আসলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো জানসেন পাওয়ারপ্লেতে তাদের অসামান্য বোলারের ভূমিকা পালন করে এসেছিলেন। কিন্তু রবিবার ইডেন গার্ডেন্সের ৬৭,০০০ দর্শকের সামনে তিনিও নিজের ছন্দ হারিয়েছিলেন, সেই কারণেই তিনি অনেক অতিরিক্ত রান দিয়েছিলেন।

অন্যদিকে এদিনের ম্যাচে হেরে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাভুমা জানিয়েছেন তিনি আগেই বুঝেছিলেন এমনটা হতে চলেছে। তিনি জানিয়েছেন, 'আমরা রান তাড়া করতে গিয়ে এর আগেও হেরেছি। আমি জানতাম এটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে আমাদের জন্যে। আমাদের ব্যাটারদের সঙ্গে এর‌ আগে বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি। আজকের ম্যাচে ভারত প্রথম ১০ ওভারে ৯০ রান করে ফেলে। আমরা তারপর ভালো বোলিং করে ম্যাচে ফিরে এসেছিলাম। আমরা ওদের রান রেটটাও কমিয়ে ফেলেছিলাম।রোহিত শর্মা ওদের হয়ে ম্যাচটা সেট করে দিয়েছিল। এরপর কোহলি এবং শ্রেয়স আইয়ার খুব ভালো একটা পার্টনারশিপ গড়ে। উইকেট যেভাবে খেলেছে আমরা কিছুটা সেই ভাবেই পরিকল্পনা করেছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমরা মানিয়ে নিতে পারিনি। সম্ভাবনা রয়েছে আমরা এই উইকেটে এখানে ফের একবার খেলতে পারি সেমিফাইনালে।'

ক্রিকেট খবর

Latest News

India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে! টিম বাস থেকে আঙুল তুলে দেখালেন এক অনুরাগীকে, কোহলির আচরণ মন ছুঁল সমর্থকদের-Video টপারদের পছন্দ বম্বে, JEE অ্যাডভান্সের প্রথম ১০-এ ১০, ১০০-তে ৭২ বেছেন নিলেন IIT-B আজ কাদের প্রেমজীবনে একটি নতুন আকর্ষণীয় মোড় আসতে পারে? দেখুন আজকের প্রেম রাশিফল IND vs BAN 1st Test Day 1 LIVE: ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্টের প্লেয়িং কন্ডিশন আরজি কর কাণ্ডের মাঝেই মদ্যপ অবস্থায় যুবতীকে হেনস্থা পুলিশের?প্রতিবাদ স্বস্তিকার মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.