বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > CWC IND vs AUS: মার্শের দোষে ক্যাচ মিস হয়নি, হালকা সুরে বিরাটের ক্যাচ ফস্কানোর 'কালপ্রিট' চেনালেন অজি পেসার

CWC IND vs AUS: মার্শের দোষে ক্যাচ মিস হয়নি, হালকা সুরে বিরাটের ক্যাচ ফস্কানোর 'কালপ্রিট' চেনালেন অজি পেসার

বিরাটের ক্যাচ ছেড়ে দেওয়ার মুহূর্ত। ছবি- রয়টার্স  (REUTERS)

অস্ট্রেলিয়ার হারের জন্য মার্শদের দোষ দিচ্ছেন অনেকে। কারণ তিনি বিরাটের ক্যাচ মিস করেন। এবার মার্শের পাশে দাঁড়িয়ে কার জন্য ক্যাচ মিস হয়েছে তা জানালেন হেজেলউড।

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও চলছে সেই আলোচনা। রবিবার শুরুতে দুই দলই চাপে পড়ে যায় ব্যাটিং করতে নেমে। যদিও ভারতের চাপটা আরও বেশি ছিল, কিন্তু তবুও শেষ পর্যন্ত বিরাট কোহলি ও কেএল রাহুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ের জোরে শেষ হাসি হাসে টিম ইন্ডিয়া। ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় 'মেন ইন ব্লু'। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকরা এই হারের জন্য দোষারোপ করছে অলরাউন্ডার মিচেল মার্শকে। কারণ তিনি বিরাট কোহলির ক্যাচ ছেড়ে দেন। আর তাতেই ম্যাচ ঘুরে যায়। মার্শের ক্যাচ মিস যে টার্নিং পয়েন্ট সেটা মনে করছেন না অজি তারকা জোশ হেজেলউড। বরং তিনি মনে করেন অনিচ্ছাকৃত ক্যাচ ফেলা ক্রিকেটের একটা অংশ এটা হতেই পারে।

ম্য়াচ শেষে হেজেলউড বলেন, 'আমার মনে হয় না ক্যারি ওখানে পৌঁছাতে পারতো। ওটা মিচেল মার্শেরই ক্যাচ ছিল। অ্যালেক্স অতটা দৌড়ে আশায় থমকে যায় মিচেল। সেই কারণেই ভুল বোঝাবুঝিতে ক্যাচটি মিস হয়।'

মিচেল মার্শকে সাহায্যের হাত বাড়িয়ে হেজেলউডের বক্তব্য, 'হ্যাঁ, ওই ক্যাচটা ও মিস করেছে ঠিকই। তবে আমি মনে করি ক্যাচ নেওয়া ও ক্যাচ ফেলা দুটোই ক্রিকেটের অংশ। এটা হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার। যেদিন ভালো যায় না ওদিন এরকম হতেই পারে। তবে আমরা সবাই কঠোর অনুশীলনের মধ্যে রয়েছি মাঠের বাইরে। আমরা নিশ্চিত আমরা টুর্নামেন্টে ফিরে আসবো।'

উল্লেখ্য গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ১৯৯ রানে সবকটি উইকেট হারায়। জবাবের রান তারা করতে নেমে ২ রানের মাথায় তিনটি উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি ও কেএল রাহুল। দ্রুতই চতুর্থ উইকেট পড়ে যেত, কিন্তু সেই সময় ক্যাচ ফেলে দেন মিচেল মার্শ। তারপরেই কোহলি ও রাহুল পার্টনারশিপ আগে এগিয়ে নিয়ে যান এবং জয়ের পরিস্থিতিতে নিয়ে আসে টিম ইন্ডিয়াকে। যদিও বিরাট কোহলি ৮৫ রান করে আউট হয়ে যান। কিন্তু অন্যদিকে কেএল রাহুল ৯৭ রানে অপরাজিত থাকেন এবং ৪২ ওভার চলাকালীন ম্যাচটি ছক্কা হাঁকিয়ে শেষ করে দেন। সেই সময় মাঠেই ছিলেন হার্দিক পান্ডিয়া। এই ম্যাচের সেরা হন কেএল রাহুল। এবার দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলিতে কেমন ফল করবে অস্ট্রেলিয়া। তারা কি পারবে পরে ম্যাচ জিতে টুর্নামেন্টে ফিরে আসতে? সেটা সময় বলবে। তবে ভারত বিশ্বকাপের পরবর্তী ম্যাচে নামবে আফগানিস্তানের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বসবে এই ম্যাচ।

ক্রিকেট খবর

Latest News

'মুখ-ঠোঁটে কী ক্রিম মাখিস?' ছাত্রীকে 'প্রশ্ন' বাংলার মেডিক্যাল কলেজের 'পরীক্ষায়' '১৪ তারিখের প্রতিবাদ ছিল স্বতঃস্ফূর্ত...', আরজি কর আন্দোলন নিয়ে বিস্ফোরক দেবাংশু ভুল করে ডোপিং করা সিনার গড়লেন ইতিহাস…প্রথম ইতালিয়ান হিসেবে US ওপেনে শিরোপা জয়! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.