বিরাট কোহলি নাকি স্বার্থপর! এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির মন্থর সেঞ্চুরি করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই তালিকায় হাফিজও রয়েছেন।
রবিবার ইডেনে নিজের জন্মদিনের দিনই সচিন তেন্ডুলকরের ৪৯তম সেঞ্চুরির নজির স্পর্শ করে ইতিহাস লিখেছেন বিরাট কোহলি। কিন্তু হাফিজ দাবি করেছেন, সেঞ্চুরির আশায় ইনিংসের শেষ দিকে মন্থর গতিতে খেলেছেন কোহলি। যে কারণে ভারতের রান কম হয়েছে। কোহলি মন্থর না খেললে ভারতের আরও বেশি রান উঠতে পারত। হাফিজের এই মত অবশ্য উড়িয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। এমন কী হাফিজের এই মন্তব্যের সঙ্গে একমত নন পাকিস্তানের আর এক প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজও।
আরও পড়ুন: ইশানকে ইঙ্গিত করে রবি শাস্ত্রীর ‘চাড্ডি’ মন্তব্য নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া
যদিও কোহলির ‘স্বার্থপরতা’ ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ভারত ৩২৬ রানের বড় স্কোর করার পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়। রোহিতরা জেতেন ২৪৩ রানের বিশাল ব্যবধানে। কোহলি নিজের ৩৫তম জন্মদিনের দিন ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে হাফিজ বলেন, ‘কোহলির ব্যক্তিগত মাইলফলকের লক্ষ্যে খেলাটাকে আমার কাছে স্বার্থপর ব্যাপারই মনে হয়েছে। এমনটা এই বিশ্বকাপে তৃতীয় বারের মতো করল ও। আমি লক্ষ্য করলাম, ইনিংসের ৪৯তম ওভারে ও সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূরণ করল। ও নিজের টিমকে ওর থেকে এগিয়ে রাখেনি।’
হাফিজ অবশ্য রোহিত শর্মার প্রশংসা করেছেন, ‘রোহিতও তো স্বার্থপর ক্রিকেট খেলতে পারত, কিন্তু ও খেলেনি। ও দলের জন্য খেলেছে। নিজের জন্য খেলেনি। রোহিতকে এই ব্যাপারে কৃতিত্ব দিতেই হবে। ও দলের জন্য নিজের ইনিংস বিসর্জন দিয়েছে। প্রথম ৬ ওভারে রোহিত যেভাবে খেলেছে, সেটি দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা ছিল। রোহিত জানত, ইডেনে পরের দিকে উইকেট ব্যাটসম্যানদের শট খেলার জন্য কঠিন হয়ে যাবে। ও শুরুর দিকের সুবিধাটা নিতে চেয়েছিল।’
কোহলির ‘স্বার্থপর’ তকমা নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি এক্সে (আগের টুইটার) লিখেছেন, ‘হ্যাঁ, কোহলি স্বার্থপর। ওর এই স্বার্থপরতা ভারতের শতকোটি মানুষের স্বপ্নের সঙ্গে জড়িত।’ তিনি কোহলিকে স্বার্থপর বলাটাকে হাস্যকর ঘটনা বলে মনে করেন, ‘ব্যাপারটা আমার কাছে বেশ কৌতুককর মনে হয়েছে। কেউ কেউ বলছেন, কোহলি স্বার্থপর আর ও নিজের ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলে। আমি মনে করি, কোহলি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে স্বার্থপর। ওর দল যেন জিততে পারে, সেই লক্ষ্যে কোহলি বেজায় স্বার্থপর।’
হাফিজের এমন মন্তব্যের সঙ্গে একমত নন ওয়াহাব রিয়াজও। তাঁর দাবি, ‘আমি এ ব্যাপারে একমত নই। কোহলির দায়িত্বটাই এমন। শেষ ৮ ওভারে ভারত ৭৫ রান করেছে। সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা একদিকে মেরে খেলেছে। কোহলি একপ্রান্ত আগলে রেখেছিল। কোহলি আউট হয়ে গেলে আমরা হয়তো সূর্য ও জাদেজার কাছ থেকে ছোট অথচ ঝোড়ো দু'টি ইনিংস পেতাম না।’