বিশ্বকাপ অভিযান শুরুটা ভালো হলেও, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারালেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হারের মুখ দেখে। ফলে সাফল্যের খাতা আফগান ম্যাচেই বন্ধ হয়ে যায়। পরপর দুই ম্যাচ হারের ফলে স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছেন শাকিব আল হাসান। গত ম্যাচে তাঁর চোট লাগে। তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বেশ দোটানার মধ্যেই রয়েছে টিম ম্যানেজমেন্ট।
একদিনে এশিয়া কাপের ব্যর্থতা, অপরদিকে বিশ্বকাপ দলে তামিম ইকবালকে দলে না রাখা। বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। বিশ্বকাপের শুরুটা ভালো হওয়ায় মনে করা হয়েছিল এবার হয়তো সব ব্যর্থতা কাটিয়ে উঠবেন লিটন দাসরা। কিন্তু কোথায় কী! কোনও উন্নতি নেই বাংলাদেশ দলের। অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের সামনে আসতেই যে কে সেই। পরপর দুই ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে পুনেতে নামতে হচ্ছে তাদের। সেই সঙ্গে তো রয়েছেই একগুচ্ছ সমালোচনা।
ভারতের বিরুদ্ধে নামার আগে ২ দিন ক্রিকেটারদের বিশ্রাম দেন বাংলাদেশ কোচ। ফলে ক্রিকেটাররা সারাদিন টিম হোটেলেই ছিলেন। এবং এদিক, ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। তবে বাংলাদেশ দল যে বেশ চাপে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশি মিডিয়ার দাবি, বেশ কিছু সাংবাদিকরা রবিবার টিম হোটেলে যান। আর তাদেরকে দেখেই কার্যত রেগে যান লিটন দাস। বাংলাদেশ দলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীকে বলেন, 'এখানে সাংবাদিকরা কেন? বের করে দেওয়া হোক।' লিটনের কথা মতো টিম হোটেল থেকে সেই সব সাংবাদিকদের বের করে দেওয়া হয়।
লিটনের এহেন আচরনে বেশ বিরক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা। অনেকে বাংলাদেশ দলের এই ক্রিকেটারের সমালোচনাও করতে থাকেন। তাদের দাবি, লিটন শুধু তাদেরকেই অপমান করেননি, গোটা দেশকে অপমান করেছেন। এমনিতেই পরপর ম্যাচ হেরে চাপে বাংলাদেশ দল। তার উপর লিটনের এহেন ব্যবহারে আরও চাপে পড়ে গেল তারা। তবে ভারতের বিরুদ্ধে শাকিবকে পাওয়া যাবে কিনা, সেই বিষয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, চোট বেশ গুরুতর। চোটের অবস্থা খুব একটা ভালো নয়। ফলে ভারতের বিরুদ্ধে এই সিনিয়র অলরাউন্ডারকে আদৌ তারা পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
'