শুভব্রত মুখার্জি: তাঁর নেতৃত্বেই ইংল্যান্ড দল তাঁদের ইতিহাসে প্রথমবার ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ২০১৯ সালে। সেই ইয়ন মর্গ্যান তার পরপরেই অবসর নিয়ে নেন ক্রিকেট থেকে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁকে ৪ অক্টোবর ফের দেখা গেল অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠানে। সেখানে গতবারে জেতা ট্রফিটি তিনি বসিয়ে দেন। সেই ট্রফিটি ঘিরেই একটি ছোট ভিডিয়ো শুট করেন অধিনায়করা, করেন ফটোশুটও। এরপরেই ওডিআই বিশ্বকাপ নিয়ে বলতে গিয়ে ইয়ন মর্গ্যান জানিয়েছেন যদি ইংল্যান্ড, ভারতে এবারের বিশ্বকাপ জিততে সমর্থ হয় তাহলে তা ২০১৯ সালের বিশ্বকাপ জয়ের থেকেও বড় হবে বলে তাঁর দাবি।
স্কাই স্পোর্টসকে মর্গ্যান জানিয়েছেন, ‘নিশব্দে অধিনায়ক জোস বাটলার এবং কোচ ম্যাথু মট এই বিশ্বকাপের জন্য তৈরি হয়েছেন। দলকে তৈরি করেছেন। আপনারা যদি ওদেরকে জিজ্ঞাসা করেন তাহলে ওঁরা নিশ্চয় বলবে যে এই বিশ্বকাপের জন্য তৈরি হওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল। দলের শেষ কয়েক বছরে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দরের কম্বিনেশন পরিবর্তন হয়েছে। দল থেকে শেষ মুহূর্তে জেসন রয়ের বাদ পড়া এবং হ্যারি ব্রুকের অন্তর্ভুক্তি বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। তারপরেও দল বেশ ভালো ভাবেই প্রস্তুতি সেরেছে।’
ইয়ন মর্গ্যান আরও যোগ করে বলেন, ‘সবকিছুকে মাথায় রাখার পরে পরিবেশ পরিস্থিতি চিন্তা করার পরে এটাই বলব যে ২০১৯ সালের শিরোপা জয়ের থেকেও এইবারে যদি ভারতে, ইংল্যান্ড দল শিরোপা জিততে পারে তবে তা হবে অনেক বড় কৃতিত্ব। যেভাবে সূচি তৈরি হয়েছে তাতে করে ইংল্যান্ড দল ঠিকভাবে তাদের প্রস্তুতি সারার সুযোগ পায়নি। কারণ ঘরের মাঠে ভারত খুব শক্তিশালী। ভারতের ২২ গজে খেলাও খুব কঠিন। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার থেকেও এখানে তাই বিশ্বকাপ জেতাটা অত্যন্ত ওজনদার হবে। আমি তাও আশাবাদী যে ইংল্যান্ড নিজেদের শিরোপা ধরে রাখতে সক্ষম হবে।’