অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মঙ্গলবার টিএনসিএ ভিএপি (TNCA VAP) ট্রফিতে খেলেছেন। এসএসএন মাঠে একটি ক্লাব ক্রিকেট ম্যাচে মঙ্গলবার অংশ নিয়েছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য এক বছরেরও বেশি সময় পরে অশ্বিনকে ভারতের ওডিআই দলে ডাকা হয়েছে, যা ভারতের বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে তাঁর দলে ঢোকার আশাকে বাড়িয়ে দিয়েছে। অশ্বিন শেষ বার ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আর সেই সুযোগ কোনও ভাবেই অশ্বিন হাতছাড়া করতে চান না। যে কারণে ক্লাব ক্রিকেট খেলেই নিজের প্রস্তুতি সারছেন অশ্বিন। আসলে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় অক্ষর প্যাটেল বাঁ-কোয়াড্রিসেপস স্ট্রেনের কবলে পড়েন। যে কারণে মেগা ওয়ানডে বিশ্বকাপের জন্য তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। আর অক্ষর ফিট হতে না পারলে দলে ঢোকার লড়াইয়ে থাকবেন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: World Cup-এ ভারতকে ফেভারিট বলতে পারছি না- এশিয়া কাপ জয়ের পরেও কেন এমন দাবি কপিলের?
৩৭ বছরের অশ্বিন যদি বিশ্বকাপের শেষ ১৫-তে অক্ষর প্যাটেলের বদলে দলে ঢোকেনস তাহলে তিনি বিরাট কোহলির পরে দ্বিতীয় প্লেয়ার হবে, যিনি ঐতিহাসিক ২০১১ সালের বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। আন্তর্জাতিক তারকা হওয়ার পরেও, অশ্বিন বরাবরই সুযোগ পেলে ক্লাব ক্রিকেট খেলেছেন। অশ্বিনকে ইয়ং স্টারস ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মাইলাপুর রিক্রিয়েশনাল ক্লাবের হয়ে ম্যাচ খেলেন।
অশ্বিনের দল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। তারা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান করে। মুকুন্ত কে (৭৮) এবং আফফান খাদের এম (৭৯) সর্বোচ্চ স্কোরার ছিলেন। অশ্বিনও ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। এবং ১৭ বলে ১২ রান করেন।
আরও পড়ুন: Women's ODI Rankings-এ লাফ মারলেন স্মৃতি এবং হরমন, নজির গড়লেন ব্রিটিশ অলরাউন্ডার
জবাবে ব্যাট করতে নেমে ইয়ং স্টারস ৪৮তম ওভারেই ২৫৭ রানে গুটিয়ে যায়। ডিরান ভিপির একাই ৫৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। অশ্বিন আবার ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। মাইলাপুর রিক্রিয়েশনাল ২৮ রানে ম্যাচ জিতে যায়।
মাইলাপুর রিক্রিয়েশনাল ক্লাবের কোচ গুরু কেদারনাথ এই প্রতিযোগিতায় অশ্বিনের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। বলেছেন, ‘ও একজন বিশ্বমানের খেলোয়াড়, এই নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না। এই ম্যাচে ওর নিয়ন্ত্রণ ছিল একেবারেই দুর্দান্ত।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওডিআই সিরিজ শুক্রবার মোহালিতে শুরু হবে। তার পরে বাকি দু'টি ম্যাচ ২৪ সেপ্টেম্বর (ইন্দোর) এবং ২৭ সেপ্টেম্বর (রাজকোট) হবে।