শুভব্রত মুখার্জি: আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান। তারকা আফগান স্পিনার সারা বিশ্ব জুড়ে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে পারফরম্যান্স করেছেন।ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলেও তাঁর পারফরম্যান্স বেশ ভালো। মরশুমের পর মরশুম ধরে ভালো পারফরম্যান্স করে চলেছেন তিনি। চলতি ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারতে হয়েছে আফগানদের। বল হাতে রশিদ খানকেও বেশ বর্ণহীন দেখিয়েছে। তবে ম্যাচে বর্ণহীন দেখালেও তাঁর সাম্প্রতিকতম একটি ঘোষণা মন জয় করে নিয়েছে ক্রিকেট ভক্তদের।ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিশ্বকাপ থেকে বেতন বাবদ প্রাপ্ত সমস্ত টাকা তিনি এই পীড়িত মানুষদেরকে দান করার কথা ঘোষণা করে দিয়েছেন।
আফগান ক্রিকেটের নিঃসন্দেহে সবথেকে বড় সুপারস্টার ক্রিকেটার রশিদ খান। রবিবার তাঁর এই বেতন দানের ঘোষনায় তিনি সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচের একদিন পরেই রশিদ খানের এই ঘোষণাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। রশিদ খান রবিবার জানিয়েছেন ২০২৩ বিশ্বকাপ থেকে তিনি যে পুরস্কারমূল্য রোজগার করতে চলেছেন তা তিনি দেশের ভূমিকম্প পীড়িত মানুষদের সাহায্যার্থে দান করবেন। সম্প্রতি আফগানিস্তানের পশ্চিম প্রান্তে যে ভূমিকম্প হয়েছে, তাতে কমপক্ষে ২০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। ৯০০০ বেশি মানুষ বাজেভাবে ক্ষতিগ্রস্ত। ভূমিকম্পের কেন্দ্রস্থল হেরাট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে। প্রাকৃতিক দুর্ঘটনায় আহতদের জন্য আর্থিক তহবিল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
রবিবার সোশ্যাল মিডিয়াতে এক্স'য়ে রশিদ খান লিখেছেন, 'আফগানিস্তানের পশ্চিমপ্রান্তে যে ভূমিকম্প হয়েছে, সেই হৃদয়বিদারক ঘটনার কথা আমি শুনেছি। চলতি বিশ্বকাপ টুর্নামেন্টের যা ম্যাচ ফি আমি রোজগার করব তা ভূমিকম্প দূর্গতদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। খুব শীঘ্রই আমরা এই আর্থিক তহবিল গড়ে তুলব। যাঁরা এই কাজে সাহায্য করতে চান, তাঁদের যোগদানের আহ্বান রইল।'
চলতি ওডিআই বিশ্বকাপের অভিযান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আফগানরা।ধর্মশালাতে প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। ধরমশালাতে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের শুরুটা ভালোই হয়েছিল। একটা সময়ে স্কোর ছিল ১১২ রানে ২ উইকেট। সেখান থেকে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয় আফগানিস্তান দলকে। তারা মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়। মেহেদী হাসান মিরাজ এবং শাকিব আল হাসানের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়িয়ে বিপর্যস্ত দেখায় আফগানিস্তান ব্যাটিংকে। শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ হারতে হয়েছে আফগানদের। এবার আফগানিস্তান দিল্লিতে আগামী বুধবার অর্থাৎ ১১ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে নামবে। ম্যাচটি খেলা হবে অরুণ জেটলি স্টেডিয়ামে ।এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট খেলছে আফগানিস্তান।এর আগে ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে তাঁরা খেলেছিল। তিনটে বিশ্বকাপে তারা একটাই মাত্র ম্যাচ এখনও পর্যন্ত জিততে পেরেছে।