বারো বছর পর ভারত বিশ্বকাপ ফাইনালে ওঠার পর উচ্ছ্বাসে ভেসে গেলেন সমর্থকরা। ভারতীয় দলের বাস যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তার দু'পাশে তেরঙা নিয়ে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। কেউ ‘রোহিত, রোহিত’ বলতে থাকেন, কেউ আবার ‘বিরাট, বিরাট’; ‘সূর্য, সূর্য’; ‘শামি, শামি’; ‘বুমরাহ বুমরাহ’ স্লোগান তুলতে থাকেন। আর ভারতীয় দল যখন হোটেলে পৌঁছায়, তখন সমস্বরে স্লোগান ওঠে, ‘জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেগা।’ সঙ্গে কোরাস করে ভারতীয় সমর্থকরা বলতে থাকেন, ‘মুম্বই কা ভাই কৌন? রোহিত, রোহিত।’ যে স্লোগান শুনে ভারতীয় দলের তারকারা হাসতে থাকেন। যাঁরা সেমিফাইনাল জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেও সেটা অনেক পরিমিত ছিল। কারণ তাঁরা জানেন যে আসল কাজটা এখনও বাকি আছে। তারইমধ্যে ড্রেসিংরুমে মহম্মদ শামির হাতে চুমু খেয়ে নেন রবিচন্দ্রন অশ্বিন।
আর অশ্বিন যে কাজটা করেছেন, সেটা সম্ভবত ১৪০ কোটি ভারতীয় করতে চান। কারণ তাঁর একটা ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা শতরান করলেও একটা সময় ভারতকে রীতিমতো চাপে ফেলে দেন কেন উইলিয়ামসন, ডারিল মিচেলরা। আর সেই পরিস্থিতিতে ৩৩ তম ওভারে জোড়া উইকেট নেন শামি। যা নিঃসন্দেহে ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ ছিল। শেষপর্যন্ত ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে সাত উইকেট নেন শামি। নির্বাচিত হন ম্যাচের সেরা।
আর তারপর তিনি ড্রেসিংরুমে ঢুকতেই সকলেই হাততালি দিয়ে স্বাগত জানান। শামির হাতে চুমু খেয়ে নেন অশ্বিন। সেইসময় শামি বলেন, ‘জবাব দিয়ে এসেছি আমি।’ যা শুনে অশ্বিন বলেন, ‘ফানি বয়।’ সেইসবের মধ্যেই বিরাটের পিঠে চাপড়ে দেন রোহিত। একই কাজ করেন বিরাট। কুলদীপ যাদবকে আদর করে জড়িয়ে নেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ড্রেসিংরুমে বিরাট, বুমরাহ, সূর্যকুমার যাদবদের সঙ্গে দেখা করতে আসেন যুজবেন্দ্র চাহাল। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাটে সই করে দেন শামি।
সেই পর্ব মিটিয়ে টিমবাসে চেপে হোটেলের দিকে রওনা দেয় ভারতীয় দল। অনেক রাত হলেও রাস্তার দু'পাশে ভিড় থিকথিক করছিল। ভারতীয় দলের জার্সি পরে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে প্রচুর মানুষ রাস্তার দু'পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ভারতীয় খেলোয়াড়দের নামে স্লোগান দিচ্ছিলেন। যে স্লোগানের তীব্রতা আরও বৃদ্ধি পায় রোহিতরা টিম হোটেলে পা দিতেই। হোটেলের বাইরে অনেকে দাঁড়িয়েছিলেন। টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা বাস থেকে নামতেই তাঁরা ‘রোহিত, রোহিত’, ‘কোহলি, কোহলি’ স্লোগান দিতে থাকেন।
হোটেলের মধ্যেও সেই স্লোগান চলতে থাকে। হোটেলের দু'পাশে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। উত্তেজনায় ফুটছিলেন তাঁরা। হিরোদের চোখের সামনে দেখার সুযোগ পেয়ে ভিডিয়ো করতে-করতেই তাঁরা স্লোগান তোলেন, ‘জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেগা।’ তারপরই বলতে থাকেন, ‘মুম্বই কা ভাই কৌন? রোহিত, রোহিত, রোহিত।’ যা শুনে হেসে ফেলেন কুলদীপ-সহ ভারতের সাপোর্ট স্টাফরা। যাঁরা একেবারে দারুণ মেজাজে ছিলেন। আর প্রতিটা মুহূর্ত উপভোগ করছিলেন।