শুভব্রত মুখার্জি- চলতি ওডিআই বিশ্বকাপের অভিযান শেষ হয়ে গিয়েছে পাকিস্তান দলের। শনিবার গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। এই ম্যাচে টসে পাকিস্তান দল হেরে যাওয়ার পরেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের বিদায়। কারণ ইংল্যান্ড দল প্রথমে ব্যাট করে যে রান করুক না কেন সেই রান মাত্র ১৬ বলে করতে হত বাবর আজমদের। তবে সেমিফাইনালে যেতে তো বাবররা তো পারেননি তার পাশাপাশি ম্যাচও বাজেভাবে হেরে গিয়েছেন বাবররা। ৯৩ রানে জোস বাটলারদের কাছে হারতে হয়েছে বাবরদের। ফলে ইডেনে ম্যাচ হেরেই কলকাতা থেকে সোজা দেশে ফেরার বিমান ধরছে পাকিস্তান দল। এমন আবহে পাকিস্তান দল সহ পাকিস্তান ক্রিকেট বোর্ডে যে পরিবর্তন আসন্ন তা বলাই বাহুল্য। পিসিবি সূত্রের খবর ২০২৫ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবকিছুকে ঢেলে সাজাতে চাইছে বোর্ড। আর দলের পারফরম্যান্সে উন্নতি ঘটাতে এবার প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদিকে হয় পাক দলে না হয় বোর্ডে গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে।
তবে ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদির পাশাপাশি উঠে আসছে আরও বেশ কিছু নামও। উঠে আসছে ইউনিস খান, আকিব জাভেদ, আজহার আলির নামও। বিশ্বকাপের পরে বাবররা দেশে ফেরার পরেই তাদের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড। সেখানেই নেওয়া হতে পারে বেশ কিছু কঠিন সিদ্ধান্তও। অধিনায়ক হিসেবে বাবরকে আদৌও রাখা হবে কিনা বা তিনি নিজে আদৌও অধিনায়ক থাকবেন কিনা তাও নিশ্চিত নয়। এইসব সিদ্ধান্ত নেওয়া হতে পারে বাবররা দেশে ফিরলেই। জাকা আশরাফের নেতৃত্বাধীন ১২ সদস্যের কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে আরও তিন মাস। অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত দায়িত্ব থাকবে এই কমিটি।
পিসিবির ওই সূত্র জানিয়েছে, পাকিস্তান দলের প্রধান নির্বাচক, ডিরেক্টর অফ ক্রিকেট এবং কোচিং স্টাফে বড়সড় রদবদল আসতে চলেছে। ওই সূত্র জানিয়েছে এই তালিকায় শোয়েব মালিকের নামও রয়েছে। জাতীয় টি-২০ দলের কোচের দায়িত্বও দেওয়া হতে পারে তাঁকে। বাবররা দেশে ফিরলে এশিয়া কাপ এবং বিশ্বকাপে তাদের পারফরম্যান্সের পর্যালোচনা করা হবে। প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা হবে। তারপরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রসঙ্গত ওয়াকার ইউনিস এর আগে দুবার পাক জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। আকিব জাভেদ এবং ইউনিস খানও এর আগে দলের বোলিং এবং ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন।