শুভব্রত মুখার্জি:- অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইতিহাসে অন্যতম সেরা দুই ওপেনারের তালিকায় নাম থাকবে ম্যাথু হেডেন এবং জাস্টিন ল্যাঙ্গারের। জাতীয় দলের হয়ে টেস্ট ফর্ম্যাটে এই দুই ব্যাটার একাধিক ম্যাচ জিতিয়েছেন অজি দলকে। বেশ কয়েক বছর হয়ে গেল ম্যাথু হেডেন এবং জাস্টিন ল্যাঙ্গার অবসর নিয়ে ফেলেছেন। দু'জনেই হয় কোচিং অথবা ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলেরও কোচ ছিলেন ল্যাঙ্গার।
অজি ক্রিকেটের ইতিহাসে অন্যতম কালো অধ্যায় ছিল 'স্যান্ডপেপার গেট' কাণ্ড। এরপরেই যখন খারাপ সময় চলছিল, তখন সেখান থেকে অজি দলকে টেনে তোলেন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তারপরে অজি দলের সঙ্গে দীর্ঘকালীন চুক্তিতে থাকার ইচ্ছা থাকলেও ল্যাঙ্গারকে তা দেওয়া হয়নি। অভিযোগ, তাঁকে ইচ্ছা করেই স্বল্পকালীন চুক্তি অফার করা হয়েছিল। যা ল্যাঙ্গারের কাছে ছিল অসম্মানজনক। ফলে তিনি সেই দায়িত্ব নিতে অস্বীকার করেন।
এক সময়ের সতীর্থের সঙ্গে অজি বোর্ডের এই ব্যবহার দেখার পরে হেডেনের স্পষ্ট বক্তব্য, তিনি কোনওদিনও অস্ট্রেলিয়ার কোচ হবেন না। উইজডেন ক্রিকেট মান্থলিকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'না, আমি অস্ট্রেলিয়াকে কোনদিনও কোচিং করাব না। একেবারেই না। যেভাবে জাস্টিনের (ল্যাঙ্গার) সঙ্গে ব্যবহার করা হয়েছে, তারপরে তো একেবারেই আমি এই দায়িত্ব কোনওদিনও নেব না। এই ঘটনা দেখার পরে আমি অজি দলের কোচ একেবারেই হতে পারব না কারণ আমি এরপরে আর সেই ভূমিকাকে উপভোগ করতেই পারব না। অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা গভীর। বর্তমান দলের বিষয়ে যখন ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত থাকি, তখন আমি অনেক বেশি আনন্দ পাই। এই অজি দল দারুণ একটা দল। তবে ব্যক্তিগত কমিটমেন্টের বিষয় যখন আসবে, তখন আমি কখনওই জাতীয় দলের কোচ হওয়ার কথা ভাবব না।'
প্রসঙ্গত, হেডেন নিজেও দীর্ঘদিন কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের মেন্টর হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি পাক দলের মেন্টর হিসেবে কাজ করেছেন। বর্তমান তিনি ভারতে রয়েছেন ধারাভাষ্যকার হিসেবে। চলতি ওডিআই বিশ্বকাপে ব্রডকাস্টিংয়ের কাজ করছেন তিনি।
তাঁর একদা সতীর্থ জাস্টিন ল্যাঙ্গারের কোচ হিসেবে কৃতিত্বও কম নয়। অ্যাশেজের মতো ঐতিহ্যশালী ট্রফি জিতেছেন অজি দলের কোচ হিসেবে। ভারতে জিতেছেন একদিনের দ্বিপাক্ষিক সিরিজ। ২০১৯ ওডিআই বিশ্বকাপে দল সেমিফাইনালে পৌঁছেছিল। তাঁর সবথেকে বড় অবদান অজিদের ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা কোচ হিসেবে। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন অজিরা।