বাংলা নিউজ >
দেখতেই হবে >
Kon Gopone Mon Bheseche: রবীন্দ্রজয়ন্তীতে একসঙ্গে নাচ, আরও কাছাকাছি অনিকেত-শ্যামলী, তারপর?
Updated: 08 May 2024, 08:30 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
#rabindrajayanti #kongoponemonbheseche #ranojoybishnu #shwetabhattacharya #mishmeedas #reel আজ ২৫ বৈশাখ (৮ মে), কবিগুরুর জন্মদিন। অনেক জায়গাতেই আজ রবীন্দ্রজয়ন্তী পালিত হচ্ছে। সেই আবাহ রয়েছে বাংলা সিরিয়ালের দুনিয়াতেও। কোন 'গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে ৮ মে বুধবার সম্প্রচারিত হতে চলেছে রবীন্দ্রজয়ন্তী স্পেশাল পর্ব। কোন গোপনে মন ভেসেছে'-তে বাড়িতেই নাচে, গানে কবিতায় ঘরোয়া আড্ডার মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন শ্যামলী, অনিকেত, রোহিনী, প্রিয়াঞ্জলিরা। সকলে মিলে তাঁরা ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যে অংশ নেবেন। অনিকেত এবং শ্যামলীকেও একসঙ্গে নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে।