পুরভোটের আগে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দমদম পুরসভার ৬ নং ওয়ার্ড। সিপিএমের পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে এদিন অশান্তি ছড়ায়। সিপিএম কর্মীকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। এর প্রতিবাদে শুক্রবার দক্ষিণ দমদমে মিছিল করে সিপিএম। মিছিলে নেতৃত্ব দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, ‘তৃণমূল কংগ্রেস গণতন্ত্র সম্পর্কে নুন্যতম বোধ হারিয়ে ফেলেছে।’
সিপিএমের অভিযোগ, শুক্রবার দুপুরে ৬ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী তানিয়া ঘোষের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারের জন্য পার্টি অফিসে জড়ো হন সিপিএম কর্মী সমর্থকরা। সেই সময় আচমকাই তৃণমূল কর্মী সমর্থকরা ওই পার্টি অফিসে ঢুকে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে। এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। অভিযোগ এই ঘটনায় স্থানীয় সিপিএম কর্মী সমীর ঘোষ আহত হন। তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর শুনেই সেখানে পৌঁছান সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও পলাশ দাশ। ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার বিশাল পুলিশ বাহিনী।
এর প্রতিবাদে সুজন চক্রবর্তীর নেতৃত্বে ৬ নং ওয়ার্ডে সিপিএম প্রতিবাদ মিছিল করে। পাল্টা মিছিল করে তৃণমূল। সুজন চক্রবর্তী বলেন, ‘এবার ভোটে তৃণমূল কংগ্রেস হারবে। সেই ভয়ে তারা বাইরে থেকে লোকজন এনে পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে। পুরুষ কর্মী তো বটেই মহিলা কর্মীদের মারধর করা হয়েছে। পশ্চিমবাংলাকে যেভাবে দালাল, তোলাবাজদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে তা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।’ তাঁর আরও কটাক্ষ, ‘তৃণমূল মনে করছে মানুষের কোনও অধিকার থাকবে না। কোনও প্রার্থী প্রচার করতে পারবে না। কিন্তু, প্রার্থীরা নিজেদের মতো প্রচার চালাবে। মানুষ যা বুঝবে তাতেই ভোট দেবে। কিন্তু, সেই গণতন্ত্রের বোধ তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলেছে।’