পটনায় বিরোধী বৈঠকে এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরির উপস্থিতির পর ২৪ ঘণ্টা কাটেনি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে খোঁজ পাওয়া গেল বাম ও তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীর। কোলাঘাটের বোরোডাঙ্গি গ্রামে বিজেপিকে হারাতে মহাজোট করেছে তারা। প্রার্থী দেয়নি তৃণমূল। আম চিহ্নে নির্দলকে একযোগে সমর্থন জানিয়েছে যুধুধান ২ শিবির। যা নিয়ে এলাকায় তুমুল শোরগোল।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বোরোডাঙ্গি গ্রামের ৯৬ নম্বর বুথে কোনও প্রার্থী দেয়নি তৃণমূল বা বামেরা। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত এই এলাকায় নির্দল প্রার্থী অনিন্দিতা পালকে সমর্থন জানিয়েছে তারা। গতবারও এই আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থী। তাই এবার বাম ও তৃণমূল জোট বেঁধে এই কেন্দ্রে নির্দল হিসেবে লড়াই করছে বলে খবর। যা কেবলমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই নয়, গোটা রাজ্যে একটি বিরল নজির বলেই রাজনৈতিক মহলের মত।
এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি ও বাম কংগ্রেস জোট। অথচ খোদ রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর এলাকা কোলাঘাটে বিজেপিকে হারাতে বামেদের হাত ধরেছে তৃণমূল। তবে কোনও দলীয় প্রতীকে নয়, নির্দল প্রার্থী হিসেবে এই বুথে লড়াই করছে মহাজোটের প্রার্থী। নির্দল প্রার্থী অনিন্দিতা পাল জানান, “আমি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। সিপিএম এবং তৃণমূলের মহাজোটের নির্দল প্রার্থী আমি। গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের লড়াই"।
অনিন্দিতা আরও জানান, “আমাদের মূল প্রতিপক্ষ বিজেপি। আমরা জিতে গেলে গ্রামে ৭ থেকে ৮টি মেশিন বসানোর পরিকল্পনা আছে। এখানে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের, ভোটে জিতলে আমাদের প্রথম কাজ এটাই হবে"। তিনি জানান, “তৃণমূল এখানে প্রার্থী দেয়নি। সিপিএম এবং তৃণমূল সব পক্ষ আলোচনা করেই আমাকে নির্দলে আম চিহ্নে দাঁড় করিয়েছে"। তাঁর মতে, “এখানে গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মহাজোট গড়েছি আমরা"।
বোরোডাঙ্গি গ্রামের সদ্য প্রাক্তন বিজেপির পঞ্চায়েত সদস্য সৌমিত্র পাল জানান, “কোলাঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। মৎস্যমন্ত্রীর এলাকা হলেও বিজেপিকে ধরাশায়ী করতে পারেনি তৃণমূল। গত ৫ বছরে আমরা মানুষের জন্য যথেষ্ট কাজ করেছি"। এই বুথের বর্তমান বিজেপি প্রার্থী মিতা পাল জানান, “এই আসনে এবারও ভালো ভোটের ব্যবধানেই আমরা জিতব বলে আশা করছি। এখানে তৃণমূলের প্রতীকে কোনও প্রার্থী নেই। পরিবর্তে আম চিহ্নে নির্দলে দাঁড়িয়েছে তৃণমূল ও সিপিএমের জোট প্রার্থী। তবে এই জোটকে মানুষ কোনও ভাবেই মেনে নেবে না। আমরা এই বুথে আমাদের জয় অবশ্যম্ভাবি"। তাঁর মতে, “শাসক দলে দুর্নীতিতে ভরে গেছে। ভোট প্রচারে গিয়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি"।
ইতিমধ্যে গ্রামের বিভিন্ন এলাকাতে ছেয়ে গিয়েছে বাম ও তৃণমূলের মহাজোটের ব্যানার। আম চিহ্ন হাতে নিয়ে ভোট প্রচারে রয়েছেন তৃণমূল ও সিপিএমের প্রতিনিধিরা। তবে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে লড়াই করছে তৃণমূল প্রার্থীরা। তাঁদের প্রচারের ব্যানারের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে তৃণমূল ও সিপিএমের দলীয় পতাকা। এই বিষয়ে তৃণমূলের কোলাঘাট ব্লক সভাপতি অসীম মাজির দাবি, “কোথাও বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী হলে দল তাঁকে বহিষ্কার করবে। তবে এই বুথে তৃণমূলের প্রার্থী নিয়ে সমস্যা দেখা দেয়। বিষয়টি দলের ওপর নেতৃত্বের সঙ্গেও আলোচনা হয়। শেষ পর্যন্ত এই বুথে নির্দল প্রার্থীকে সমর্থন জানিয়েছে তৃণমূল নেতৃত্ব"।