বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > ক্যানিং হিংসায় FIR নয় পুলিশের বিরুদ্ধে, একক বেঞ্চের রায় খারিজ করল ডিভিশন বেঞ্চ

ক্যানিং হিংসায় FIR নয় পুলিশের বিরুদ্ধে, একক বেঞ্চের রায় খারিজ করল ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম

ক্যানিংয়ে হিংসার ঘটনায় SDPO, আইসি ও বিধায়কের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সঙ্গে ২৮ জুলাই পর্যন্ত অভিযোগকারীর বাড়ির সামনে পুলিশি পাহারা বসাতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন তিনি।

ক্যানিংয়ে হিংসার ঘটনায় স্থানীয় SDPO, আইসি ও বিধায়কের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার এক নির্দেশে মামলাকারীর সুরক্ষার মেয়াদও কমিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ।

ক্যানিংয়ে হিংসার ঘটনায় SDPO, আইসি ও বিধায়কের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সঙ্গে ২৮ জুলাই পর্যন্ত অভিযোগকারীর বাড়ির সামনে পুলিশি পাহারা বসাতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন তিনি। FIR দায়েরের নির্দেশ এদিন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। সঙ্গে আদালত জানিয়েছে ১৫ জুলাই পর্যন্ত অভিযোগকারী সিরাজুল ঘরামির বাড়ির সামনে পুলিশ পাহারা থাকবে। পুলিশি পাহারার খরচ বইতে হবে সিরাজুলকেই।

গত ১১ জুন প্রায় ৩০০ মানুষ নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন হাটপুকুরিয়া পঞ্চায়েতের তৃণমূলি উপপ্রধান সিরাজুল ঘরামি। দলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে মনোনয়ন দিতে যাচ্ছিলেন তিনি। পথে বিধায়ক পরেশনাথ দাসের নেতৃত্বে তাঁর ওপরে হামলা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাঁকে মনোনয়ন জমা দিতে যেতে বাধা দেয়। এই ঘটনায় ক্যানিংয়ের SDPO, IC ও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলায় SDPO, IC ও বিধায়কের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।

 

বন্ধ করুন