পঞ্চায়েত ভোটপর্বের মাঝপথে কার্যত পটকা ফাটালেন তৃণমূলের মিডিয়া সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএর হোয়াটস অ্যাপ চ্যাট হয়েছিল। কিন্তু সেটা আবার দুবছরের পুরানো চ্যাট। নিজেই দাবি করেছেন দেবাংশু।
দেবাংশু লিখেছেন, আমরা মাঝেমধ্য়েই বলি বিজেপি ভোট কাটার জন্য নানা কাজ করে। এখানে দেখুন লিকড হোয়াটস অ্যাপ চ্যাট। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএর মধ্য়ে। এটা হল ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের সময়ের চ্যাট।
সেই চ্যাটে ফোনের দুটি স্ক্রিনকে শেয়ার করা হয়েছে। একটিতে দেখা যাচ্ছে একটি চিঠি লেখা রয়েছে। সিইও ওয়েস্টবেঙ্গলকে লেখা একটি চিঠি। ভাঙর থানার আইসি ও সেকেন্ড অফিসারকে সরানোর কথা বলা হয়েছে সেই চিঠিতে। অপর একটি চ্যাটে তারিখ রয়েছে ৬ মে ২০২১ সালের। সেখানে লেখা রয়েছে, স্যার আপসে বাত করনা হ্যায়। ক্যান আই কল ইউ রাইট নাও। এরপর তার জবাব এসেছে সরি। ইন মিটিং। ল্যাটার অন।
দু বছর পরে পঞ্চায়েত ভোট পর্বের মধ্য়ে সেই স্ক্রিন শেয়ার করলেন তৃণমূলের দেবাংশু। তাঁর দাবি,এটা লিকড হোয়াটস অ্যাপ চ্যাট। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএর মধ্য়ে। তবে এটা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এদিকে মনোনয়ন পর্বে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। ভয়াবহ ঘটনা। একাধিক প্রাণ চলে গিয়েছে। আইএসএফ বনাম তৃণমূলের গুলির লড়াই। বোমার লড়াই। শিউরে উঠেছে বাংলা। এদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির সঙ্গে যোগ আছে আইএসএফের।এমনকী বিজেপির থেকে আইএসএফ টাকা খেয়েছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল। পালটা সুর চড়িয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি দাবি করেছেন প্রমাণ দিতে হবে এনিয়ে। তৃণমূলকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। তবে এসবের মধ্য়েই ২০২১ সালের লিকড হোয়াটস অ্য়াপ চ্যাট বলে দাবি করে দুটি স্ক্রিন শেয়ার করেছেন দেবাংশু।
প্রশ্ন উঠছে তবে কি বিজেপির সঙ্গে আইএসএফের যোগ রয়েছে এটা প্রমাণ করতেই তিনি এই স্ক্রিন শেয়ার করলেন?