বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > পঞ্চায়েত নির্বাচনের দিনই পথ অবরোধের সিদ্ধান্ত বিজেপির, শহরে উত্তেজনার আশঙ্কা

পঞ্চায়েত নির্বাচনের দিনই পথ অবরোধের সিদ্ধান্ত বিজেপির, শহরে উত্তেজনার আশঙ্কা

শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার (PTI Photo/Swapan Mahapatra)  (PTI)

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিন থেকে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তার সঙ্গে বিক্ষোভ এবং নানা দাবি তোলা শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনীর দাবি থেকে শুরু করে হিংসা নিয়ে ক্রমাগত নালিশ করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। অথচ জেলায় সংগঠন চাঙ্গা করতে দেখা যায়নি। 

হাতে আর সময় নেই। শনিবারই গ্রামবাংলা জুড়ে পঞ্চায়েত নির্বাচন শুরু হবে। আর এই নির্বাচনে গ্রামবাংলার মানুষের সমর্থন বিজেপি পাবে না সেটা বুঝতে পেরেছে। কারণ তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়ন কর্মসূচি এখন গ্রামের মানুষের মুখে ফিরছে। তবে কিছু মানুষজন আছেন যাঁরা বিজেপিকে পছন্দ করছেন। তবে সেই সংখ্যাটা কম। তাছাড়া বিজেপির সাংগঠনিক দুর্বলতার জেরে সর্বত্র প্রার্থী দিতে পারেনি। আর কিছু জায়গায় হিংসাও ঘটেছে। এই আবহে পঞ্চায়েত নির্বাচন অবাধ, শান্তিপূর্ণভাবে হবে না ধরে নিয়েই পথ অবরোধে নামার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ–বিজেপির নেতারা। কলকাতা শহরের নানা জায়গা অবরোধ করা হবে।

এদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বিজেপি শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় হোর্ডিং টাঙিয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দিন শনিবার সকাল থেকে কলকাতার আটটি জায়গায় এই অবরোধ কর্মসূচি চলবে বলে বিজেপি সূত্রে খবর। অন্যদিকে গ্রামবাংলার নির্বাচনে শহরে প্রচারের কৌশলও নিয়েছে তাঁরা। এই প্রচারের কারণ প্রত্যেকদিন কাজের সূত্রে মফস্বল, গ্রাম থেকে মানুষ শহরে আসেন। তাঁরা গ্রামে ছুটির দিন ছাড়া থাকতে পারেন না। তাই এবার শহরে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রচার। শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা–সহ নানা গুরুত্বপূর্ণ জায়গায় বিজেপির ভোট প্রচারের হোর্ডিং পড়েছে।

কোথায় অবরোধ করা হবে?‌ এই প্রচারের পাশাপাশি এবার তাঁরা অবরোধে নামছে। এই কৌশলে বিজেপির কতটা লাভ হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। কারণ এই অবরোধ যখন চলবে তখন গ্রামের মানুষ ভোট নিয়ে ব্যস্ত থাকবেন। তবে যে জায়গাগুলিতে অবরোধ করা হবে সেগুলি হল— হাজরা মোড়, শ্যামবাজার, মৌলালি, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বড়বাজার–সহ আরও দুটি জায়গায়। শহরের এই জায়গাগুলিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ভোটের দিন প্রহসন হবে ধরে নিয়েই কর্মীদের বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:‌ সুফিয়ানের সঙ্গে কি বিজেপির গোপন বৈঠক হয়েছে?‌ নন্দীগ্রাম জুড়ে তুমুল গুঞ্জন

তাহলে কি বিজেপি পরাজয়ের আশঙ্কা করছে?‌ পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিন থেকে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তার সঙ্গে বিক্ষোভ এবং নানা দাবি তোলা শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনীর দাবি থেকে শুরু করে হিংসা নিয়ে ক্রমাগত নালিশ করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। অথচ জেলায় সংগঠন চাঙ্গা করতে দেখা যায়নি। পঞ্চায়েত নির্বাচনের দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন বালুরঘাটে, শুভেন্দু অধিকারী থাকবেন নন্দীগ্রামে। আর বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ অবরোধের নেতৃত্ব দেবেন বলে সূত্রের খবর। পরে তাতে যোগ দিতে পারেন সুকান্ত–শুভেন্দু।

বন্ধ করুন