বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > TMC MLA-এর বিরুদ্ধে ব্যালট ছেনতাইয়ের অভিযোগ, সাঁকরাইলের ১৫সহ একাধিক বুথে ফের ভোট

TMC MLA-এর বিরুদ্ধে ব্যালট ছেনতাইয়ের অভিযোগ, সাঁকরাইলের ১৫সহ একাধিক বুথে ফের ভোট

নির্বাচন কমিশনার রাজীব সিনহা (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

গণনাপর্ব মিটে যাওয়ার পর রাজ্যের একাধিক বুথে ফের নির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে হাওড়ার সাঁকরাইলে সবচেয়ে বেশি বুথে ভোট হবে। সাঁকরাইলে মোট ১৫টি বুথে পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছে কমিশন।

পঞ্চায়েত ভোটের গণনাপর্ব মিটে যাওয়ার পর রাজ্যের একাধিক বুথে ফের নির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে হাওড়ার সাঁকরাইলে সবচেয়ে বেশি বুথে ভোট হবে। সাঁকরাইলে মোট ১৫টি বুথে পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া সিঙ্গুরের একটি বুথে ফের ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উত্তর ২৪ পরগনা হাবড়ার ২ নম্বর ব্লকের ৪ টি বুথে ভোট বাতিলের কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে কমিশন।

হাওড়ার সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট ছেনতাইয়ের অভিযোগ উঠেছিল। তাই রাজ্য নির্বাচন কমিশন তাই হাওড়া জেলার মানিকপুর, সারেঙ্গার মোট ১৫টি বুথে পুনর্নিবাচন বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে।

(পড়তে পারেন। BSF DG at Raj Bhavan: ভোটে বাহিনীকে ব্যবহার, রিপোর্ট নিয়ে রাজভবনে হাজির বিএসএফের স্পেশাল ডিজি)

এ ছাড়া হুগলির সিঙ্গুরের বেরাবেরিতে একটি বুছে পুনর্নিবাচনের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

এ ছাড়া উত্তর ২৪ পরগনা হাবড়া ২ নম্বর ব্লকের ৪ টি বুথে ভোট বাতিল ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। বুরকুন্ডায় তিনটি ব্লকে এবং গুমা একটি বুথে ভোট বাতিল ঘোষণা করেছে। ওই বুথ ফের নির্বাচন হবে।

এমনিতে পঞ্চায়েত ভোট পরিচালনায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মমলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ ঝুলেই রইল। এই মামলাতেই আদালতে কমিশনকে বলে, যে যে অভিযোগ তাদের কাছে এসেছে, সেগুলি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে কমিশনকে। 

আদালতের এই নির্দেশ দেওয়ার ঠিক পরদিনই কমিশন রাজ্যের একাধিক বুথে পুনর্নিবাচনের সিদ্ধান্ত নিল। তাও আবার গণনা শেষ হবার পরে।

বন্ধ করুন