বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > WB Panchayat Election Result 2023: ‘‌রাজ্যপালের উচিত পদ ছেড়ে চলে যাওয়া’‌, পঞ্চায়েতের ফলাফলের পরই আক্রমণ কুণালের

WB Panchayat Election Result 2023: ‘‌রাজ্যপালের উচিত পদ ছেড়ে চলে যাওয়া’‌, পঞ্চায়েতের ফলাফলের পরই আক্রমণ কুণালের

রাজ্যপাল সিভি আনন্দ বোস-তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। তাই তিনি পিস রুম খুলেছিলেন রাজভবনে। তারপর নির্বাচন মিটতেই নয়াদিল্লিতে যান। সেখানে যাওয়ার আগে বলেছেন, মুক্ত বাতাস নিতে যাচ্ছি। সুতরাং বাংলার বাতাস খারাপ তা তিনি পরোক্ষে বুঝিয়েছিলেন। 

পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আর রাজ্যপালও নানা জায়গায় ঘুরে বেরিয়ে যে মন্তব্য করছিলেন তা পরোক্ষে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকেই দায়ী করে। কিন্তু এতকিছুর পরও গ্রামবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরই আস্থা রেখেছেন বলে মনে করেন তৃণমূল কংগ্রেস নেতারা। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল—সর্বত্র এখন ঘাসফুল ঝড় দেখা দিয়েছে। তবে এই নির্বাচন শেষ হতেই রিপোর্ট তৈরি করে নয়াদিল্লি ছুটে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তাঁকেই সরাসরি টুইট–বাণে বিদ্ধ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে বিরোধী দলনেতা নিজের বুথে জয় পেয়েছেন। কিন্তু সামগ্রিক পূর্ব মেদিনীপুরের ফলাফলে যথেষ্ট সাফল্য আসেনি। যেমনটা তিনি দাবি করেছিলেন। বরং তৃণমূল কংগ্রেসের জমিই সেখানে শক্ত হয়েছে। এমনকী দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুররা নিজেদের বুথেই প্রার্থীদের জেতাতে পারেননি। এই আবহে একযোগে রাজ্যপাল এবং বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আজ, বুধবার তিনি দুটি টুইট করেছেন। সেখানেই একসঙ্গে দু’‌জনকে টুইট করে আক্রমণ করেছেন কুণাল।

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। তাই তিনি পিস রুম খুলেছিলেন রাজভবনে। তারপর নির্বাচন মিটতেই নয়াদিল্লিতে যান। সেখানে যাওয়ার আগে বলেছেন, মুক্ত বাতাস নিতে যাচ্ছি। সুতরাং বাংলার বাতাস খারাপ তা তিনি পরোক্ষে বুঝিয়েছিলেন। নির্বাচনের দিন এবং ফলাফলের দিন তিনি রাস্তায় নেমে গ্রাউন্ড জিরো রাজ্যপাল হওয়ার জন্য সচেষ্ট হন। তাঁর এই ভূমিকাকে বিরোধীদের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস। এবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে বিপুল ভোটে জিতে গ্রামবাংলার দখল নিয়েই তাঁর পদত্যাগ দাবি করলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:‌ গণনাকেন্দ্রে ঢুকে বিরোধীদের মারধর করার অভিযোগ, বিধায়ক লাভলি এখন ভিলেন

ঠিক কী টুইট করেছেন কুনাল?‌ রাজ্যপাল–বিরোধী দলনেতার সমালোচনা করে দুটি টুইট করেন কুণাল ঘোষ। তিনি টুইটে লেখেন, ‘‌মানুষের এই রায় দেখার পর রাজ্যপালের আর পদে থাকা উচিত নয়। অবিলম্বে পদত্যাগ করে বাংলা ছেড়ে চলে যাওয়া উচিত। কারণ তিনি বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছেন। অনৈতিক পথে বিরোধীদের উস্কানি দিয়েছেন। বাংলাকে অপমান করেছেন। তাঁর কোনও অধিকার নেই রাজ্যপাল হিসাবে কাজ চালিয়ে যাওয়ার।’‌ আর শুভেন্দু অধিকারীকে নিশানা করে লেখেন, ‘‌লোডশেডিং বিধায়ক শুভেন্দু তো ‘ব্লক স্তরের নেতা’ হয়ে গেলেন! নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে বেইমান বিধ্বস্ত। সুতরাং ১৯৫৬ ভোটে ভেসে ওঠা লোডশেডিং বিধায়ককে আবর্জনায় ফেলে দেওয়া উচিত।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

টেস্ট ক্রিকেটে রেকর্ড কামিন্দু মেন্ডিসের, ভাঙলেন গাভাসকরের রেকর্ড দুর্গাপুজোর আগে মন ভালো করে দিন প্রিয়জনের,পাঠান শারদীয়ার শুভেচ্ছাবার্তা পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ১৮৩ ভারতীয়র করা সেরা ইনিংস, সার্টিফিকেট গম্ভীরের Australia Women বনাম New Zealand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সব সম্পর্ক কাট আপ করে দেব, জলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন মমতা পেঁয়াজে কমল রফতানি শুল্ক, লাভবান হবে চাষীরা, দাম কমবে? টানা ২ বছর ধরে মহিলাকে ধর্ষণের অভিযোগ, কর্ণাটকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR ঘুমোনোর সময় ভেঙে পড়ল ছাদ, হাওড়ায় মৃত্যু ৪ শ্রমিকের! শব্দ শুনে বাঁচলেন ৫ জন KBC-র মঞ্চে মাছের ঝোলের প্রশংসা প্রতিযোগীর, জবাবে কী বললেন বাংলার জামাই অমিতাভ? ক'দিন আগেই ঘটে বিপত্তি, পুজোর আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে এবার মিলল বড় আপডেট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.