মধ্য়প্রদেশে ভোট। তার আগে রাজনৈতিক নানা মস্করা জমে উঠেছে। এবার কংগ্রেস নেতা কমল নাথ ও দিগ্বিজয় সিংয়ের মধ্যে একটা সরস ভিডিয়ো সামনে এসেছে। দিগ্বিজয় সিং এই ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের দুজনের মধ্য়ে রীতিমতো তর্ক হচ্ছে যাতে কোনও জনপ্রিয় কংগ্রেস নেতা যেন টিকিট পাওয়া থেকে বঞ্চিত না হন।
কমল নাথকে সেই ভিডিয়োতে বলতে শোনা যায় আমি আপনাকে আগেই বলেছিলাম, ওরা যদি আপনাদের কথা না শোনেন তবে তাঁর( দিগ্বিজয় সিং) জামা ছিঁড়ে দিন। কমল নাথ কার্যত রসিকতা করেই বলেছিলেন যদি প্রার্থী তালিকা নিয়ে দলের কর্মীরা সন্তুষ্ট না হন তবে তাঁরা যেন দিগ্বিজয় সিংয়ের জামা ছিঁড়ে দেন।
আসলে কংগ্রেস নেতা বীরেন্দ্র রঘুবংশী টিকিট পাননি। তাঁরা পিসিসি চিফের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তখন কমল নাথ বলেন, এটা দিগ্বিজয় সিং আর জয়বর্ধন সিংয়ের উপর দায়িত্ব দিয়েছিলাম। এবার আপনারা গিয়ে দুজনের জামা ছিঁড়ে দিন। খবর টাইমস নাও সূত্রে।
দিগ্বিজয় এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, যখন কোনও পরিবার বৃদ্ধি পায় তবে সম্মিলিতভাবে সকলের খুশি যেমন হয় তেমনি দ্বন্দ্বও হয়। সেক্ষেত্রে বড়দের অত্যন্ত ধৈর্য্য ধরে সবকিছু মোকাবিলা করতে হয়। যারা মানসিকভাবে ঠিকঠাক কাজ করেন ও কঠিন পরিশ্রম করেন তাদের পাশে থাকেন ভগবান।
দিগ্বিজয় নিজেকে মহাদেবের সঙ্গেও তুলনা করেন যিনি গরল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। সেই সঙ্গেই তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ৮০ সাল থেকে কমল নাথের সঙ্গে পারিবারিক সম্পর্ক। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু আমাদের মধ্য়ে মনের ভেদ নেই।