বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Gujarat Vote: ২০০২ সালেই শিক্ষা দেওয়া হয়েছিল ওদের, দাবি শাহের, কী হয়েছিল সেবার?

Gujarat Vote: ২০০২ সালেই শিক্ষা দেওয়া হয়েছিল ওদের, দাবি শাহের, কী হয়েছিল সেবার?

অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(ANI Photo) (ANI)

অমিত শাহ বলেন, ২০০২ সালে তাদের শিক্ষা দেওয়া হয়েছিল। এরপরই তারা হিংসার পথ ছেড়ে দিয়েছে। ২০০২-২০২২ সাল পর্যন্ত তারা হিংসার পথে আর যায়নি।

সামনেই গুজরাট ভোট। আর প্রচারে বেরিয়ে ফের সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি বলেন, সমাজবিরোধীরা আগে গুজরাটে হিংসা পাকাত। তবে ২০০২ সালে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছিল। এরপর থেকেই গুজরাটে একেবারে স্থায়ী শান্তি।

এদিকে ২০০২ সালে গোধরাতে আস্ত ট্রেনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ব্যাপক হিংসা ছড়়িয়েছিল। এবার প্রচারে বেরিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেসের শাসনকালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই থাকত। কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিত। এই দাঙ্গার মাধ্যমে কংগ্রেস তাদের ভোট ব্যাঙ্ককে শক্তিশালী করত। অন্যদিকে সমাজের বড় অংশের মানুষের সঙ্গে অবিচার করত কংগ্রেস।

অমিত শাহ বলেন, ২০০২ সালে তাদের শিক্ষা দেওয়া হয়েছিল। এরপরই তারা হিংসার পথ ছেড়ে দিয়েছে। ২০০২-২০২২ সাল পর্যন্ত তারা হিংসার পথে আর যায়নি। যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাইত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে বিজেপি গুজরাটে স্থায়ী শান্তি এনেছে। এভাবেই সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্য়বাদ। তবে ভোট ব্যাঙ্কের জন্য কংগ্রেস এর বিরোধিতা করত।

 

বন্ধ করুন
Live Score