রাহুল সাফ জানান, ‘ওই রাজ্যকে ৫ টি জিনিসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেই বিষয়ে আলোচনা হবে। এই প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়িত করা হবে।’
1/4কর্ণাটকেে ঝোড়ো জয় ছিনিয়ে এবার ভোট প্রতিশ্রুতি বাস্তবায়িত করার পথে কংগ্রেস। শনিবার ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রাহুল গান্ধী। কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি এই বিপুল জয়ের জন্য কর্ণাটকের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন। (ANI Photo) (REUTERS)
2/4রাহুল সাফ জানান, ‘ওই রাজ্যকে ৫ টি জিনিসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেই বিষয়ে আলোচনা হবে। এই প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়িত করা হবে।’ দিল্লিতে কংগ্রেস হেডকোয়ার্টারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী জানিয়েছেন একথা। উল্লেখ্য, কংগ্রেসের ইস্তেহারে ছলি রাজ্যে তাঁরা ক্ষমতায় আসলে কর্ণাটকে হবে, যুবনিধি শক্তি, গৃহ জ্যোতি, গৃহ লক্ষ্মী স্কিম, এছাড়াও অন্ন ভাগ্য স্কিম বাস্তবায়িত করার কথা বলা হয়েছিল। . (PTI Photo/Kamal Kishore) (PTI05_13_2023_000185A) (REUTERS)
3/4দিল্লিতে কংগ্রেস হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছেন, এই ভোট ‘ভালোবাসার দোকান খুলে দিয়েছে।’ তিনি বলেছেন, ‘আজ কর্ণাটকের মানুষ জিতেছেন। হিংসার দোকান বন্ধ হয়েছে, খুলে গিয়েছে ভালোবাসার দোকান।’ REUTERS/Adnan Abidi (REUTERS)
4/4রাহুল বলেন, ‘কংগ্রেস এই ভোট ভালোবাসা দিয়ে লড়েছে, হিংসা দিয়ে নয়। কংগ্রেসের নেতাদের এই ভোটের প্রচারে কোনও হিংসাত্মক ভাষা ব্যবহার করতে হয়নি।’ উল্লেখ্য, কর্ণাটকে ২২৪ আসনের ভোটে দুপুর ৩ টে পর্যন্ত কংগ্রেস ম্যাজিক ফিগার পার করে ১৩৭ টি আসনে এগিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে চলেছে। বিজেপি সেখানে ৬২ আসনে এগিয়ে ছিল। এই তথ্য পেশ করেছে নির্বাচন কমিশন। (PTI Photo/Kamal Kishore) (PTI05_13_2023_000184A) (REUTERS)