কথায় আছে পাহাড়ে রাজনীতির রঙ একেবারে ক্ষণে ক্ষণে বদলায়। একেবারে পাহাড়ের আবহাওয়ার মতোই। আর সেই বদলানোর রাজনীতির একেবারে চরম উদাহরণ বিমল গুরুং। সেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুং শনিবার লোকসভা ভোটের মুখে একেবারে দরাজ হেসে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সঙ্গে বৈঠকে বসে গেলেন। শনিবার সিংমারিতে মোর্চার সদর দফতরে ছায়াসঙ্গী রোশন গিরিকে সঙ্গে নিয়ে রাজু বিস্তার সঙ্গে বৈঠকে বসেন তিনি।
তবে গত কয়েকদিন ধরে নানা কথা রটছিল পাহাড়ের রাজনীতিতে। হামরো পার্টির প্রধানের সঙ্গেও আলোচনায় বসেছিলেন বিমল গুরুং। তবে শেষ পর্যন্ত বিজেপির উপরই ভরসা রাখতে পারেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাহাড়ে মোর্চা যেদিকে সেই পক্ষকে শক্তিশালী বলেই মনে করা হয়। আবার অন্য়দিকে একাধিক ঘটনা পরম্পরায় বিমলের নিজের রাজনৈতিক অস্তিত্ব একেবারে খাদের ধারে চলে গিয়েছিল। আর সেই খাদ থেকে উঠতেই কি তিনি বিজেপির হাত ধরার কৌশল নিলেন?
এদিন খাদা পরিয়ে রাজু বিস্তাকে বরণ করে নেন মোর্চা নেতৃত্ব। এদিকে বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকের পরে একেবারে খুশির হাওয়া বিজেপির অন্দরে। তবে এবার প্রশ্ন বিজেপির পাশে থাকার ব্যাপারে এই যে আশ্বাস দিতে পারে মোর্চা, তার জেরে কি গুরুংয়ের সেই পুরনো মামলাগুলি আবার খুলবে তৃণমূল?
বিমল গুরুং। মোর্চা সুপ্রিমো। গোর্খাল্যান্ডের দাবিতে বিগতদিনে পাহাড় স্তব্ধ করে দেওয়ার পেছনে যে মানুষটি ছিলেন তিনি আর কেউ নন বিমল গুরুং। দীর্ঘদিন বেপাত্তা ছিলেন তিনি। পরে তিনি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে ফিরে আসেন। আবার অতীতে বিজেপির সঙ্গেও সখ্য়তা ছিল তাঁর। আর এবার লোকসভা ভোটপর্বে কার্শিয়াংয়ের বিজেপির বেসুরো বিধায়ক সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক ইতিমধ্যে বেসুরো গাইতে শুরু করেছেন। পাহাড়ের বিজেপি প্রার্থী হিসাবে ভূমিপূত্রকে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবি পূরণ হয়নি।
কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন বিমল গুরুং নিজেই। বিগত দিনেও তিনি একইভাবে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন। ফের তিনি বিজেপিকে সমর্থন জানাতে পারেন। কার্যত বিজেপিকে সমর্থন জানিয়ে তিনি একদিকে যেমন পাহাড়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব ঠিকঠাক করে ফেলার চেষ্টা করছেন তেমনি তিনি বিজেপির লড়াইয়ের পথকে আরও সহজ করে দিলেন। এবার সমীকরণ অনেকটাই সহজ করে দেওয়ার রাস্তায় হাঁটছেন মোর্চা সুপ্রিমো। তবে এবারের ভোটে ফের বিজেপি গোর্খাল্যান্ডের প্রসঙ্গ তোলে কি না সেটাও দেখার।