লোকসভা ভোটে এগিয়ে আসছে। তবে এখনও পর্যন্ত তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনও সমাধান সূত্র বের করতে পারল না কংগ্রেস। এদিকে, তৃণমূলের নেতারা বারবার দাবি করে আসছেন যে লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২ টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে ঘাসফুল। তারপরেও অবশ্য তৃণমূলের সঙ্গে আসন রফা নিয়ে আশা ছাড়ছে না কংগ্রেস। এই আবহে তৃণমূলের জন্য দরজা এখনও খোলা রয়েছে বলে দাবি করলেন কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন: ‘দুটি দল বেরিয়ে গেলেও প্রভাব পড়বে না’, ইন্ডিয়া জোট শক্তিশালী আছে দাবি রমেশের
পাটনায় ইন্ডিয়া জোটের সমাবেশের আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, তারা এখনও আশাবাদী এবং বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন তিনি ইন্ডিয়া জোটে আছেন তখন তাঁর অগ্রাধিকার হবে বিজেপিকে পরাজিত করা। তিনি বলেন, ‘আমরা কোনও দরজা বন্ধ করিনি। তিনি একতরফাভাবে বলেছেন যে তৃণমূল পশ্চিমবঙ্গে ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটি তাঁর ঘোষণা। যতদূর আমার জানা আছে এনিয়ে আলোচনা এখনও চলছে। দরজা এখনও খোলা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না ছাড়া এবিষয়ে এখনও কিছু বলা যাবে না।’
অন্যদিকে, লোকসভা ভোটের আগে পাটনায় ইন্ডিয়া জোটের প্রথম সমাবেশ নিয়ে জয়রাম রমেশ বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশ। এই সমাবেশ বিজেপি এবং তাদের সহযোগীদের পরাজিত করার জন্য। এদিকে, প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী ওই আসন থেকে ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয়রাম রমেশ জানান, এনিয়ে আলোচনা চলছে এবং রাহুল গান্ধী আসন নির্ধারণ করবেন। প্রসঙ্গত, শনিবার বিজেপি প্রথম তালিকায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। সে প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করেননি জয়রাম। তবে কংগ্রেস কোথায় প্রার্থী দেবে তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা।
প্রসঙ্গত, বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট নিয়ে প্রথম থেকেই সমস্যা দেখা দিয়েছে। তারপর আসন ভাগাভাগি নিয়েও সেই জোট অব্যাহত রয়েছে। বাংলায় কংগ্রেসকে দুটি আসনে প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে তাতে রাজি হয়নি কংগ্রেস নেতৃত্ব। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে ঘোষণা করেছিলেন যে তাঁর দল বাংলায় এককভাবে নির্বাচনে লড়বে। তিনি বলেছিলেন, ‘আমি কংগ্রেসকে দুটি আসন অফার করছিলাম এবং তাদের জিততে দিতাম। কিন্তু তারা আরও চেয়েছিল। আমি বললাম ঠিক আছে, তাহলে সব ৪২টিতেই প্রতিদ্বন্দ্বিতা করুন।’ তবে জয়রাম রমেশ চলতি মাসের শুরুতে বলেছিলেন, যে মমতাকে ছাড়া ইন্ডিয়া ব্লকের কল্পনা করা যায় না।