২০২১ সালের বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এদিকে সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। আর সেই দেবাশিস ধর এবার চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হয়েছে বীরভূমে। এদিকে কোচবিহারের সভা থেকে সেই দেবাশিসকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এদিকে দেবাশিস ধরকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। তবে দেবাশিস নিজেই জানিয়েছেন শীতলকুচিকাণ্ডের জন্য় তাঁকে সাসপেন্ড করা হয়নি। কিন্তু তৃণমূলের তাবড় নেতানেত্রীরা দেখা যাচ্ছে প্রচারে নেমেই দেবাশিসকে সেই শীতলকুচি কাণ্ডের কথা বলে বার বার কটাক্ষ করছেন। ভিজিলেন্স থাকা সত্ত্বেও কেন নিয়ম না মেনে তাঁকে প্রার্থী করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মমতা বলেন, বিজেপি ইলেকশন কোড মানে না। ওটা ওদের ঘরবাড়ি। শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল।নির্বাচন চলাকালীন ছুটে এসে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। যে লোকটির নির্দেশে এটা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে সরকারের দুুটি তদন্ত চলছে। ভিজিলেন্স ক্লিয়ার হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইনকানুন মানেন না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছিলেন।
তবে এটা বোঝাই যাচ্ছে যে মমতার নিশানায় দেবাশিস ধর। প্রাক্তন আইপিএস। মমতা বলেন, শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি। এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। …
তবে দেবাশিস নিজেই ভোটের প্রার্থী হওয়ার পরে শীতলকুচি কাণ্ড নিয়ে একটি বেসরকারি চ্যানেলের সামনে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রথমত শীতলকুচির ঘটনার জন্য আমায় সাসপেন্ড করা হয়নি। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ভোট পরবর্তী হিংসায় আমি ঠিকমতো কাজ করিনি। সেকারণে কোচবিহার জেলায় হিংসা হয়েছিল। শীতলকুচির কোনও উল্লেখ ছিল না। দুদিনে ১৩২জনকে গ্রেফতার করেছিল। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার কমিশনের গাইডলাইন মেনে কাজ হয়। ডিএম সেখানে সর্বশক্তিমান। শীতলকুচিতে ভোটের দিন গুলি চালানো প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী সেদিন ভোটারদের নিয়ে আসছিল। সেই সময় একটি মোড়ের কাছে ওদের উপর পাথরবৃষ্টি হয়েছিল। তখন ওরা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য শূন্যে গুলি করে। আর সেই সময় একটি বিশেষভাবে সক্ষম বাচ্চা মাটিতে পড়ে যায়। আর তারপরেই সেখানে গুজব ছড়িয়ে দেওয়া হয়। বাচ্চাটি মারা গিয়েছে বলে গুজব ছড়ায়। এরপর বাহিনীর উপর সরাসরি আক্রমণ করেছিল জনতা। কিন্তু কে বা কেন আমার উপর পুরোটা চাপিয়ে দেওয়া হল তা বুঝলাম না। আমার রিপোর্ট ছিল ফ্যাক্টের উপর…জানিয়েছিলেন দেবাশিস ধর। প্রাক্তন আইপিএস।