বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে পদক্ষেপ, রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে পদক্ষেপ, রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, ওই দিন গোটা ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। রবিবার অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি চালান আয়কর দফতরের অফিসাররা। বেহালা ফ্লাইং ক্লাবে এসে নিরাপত্তারক্ষীদের সরিয়ে তাঁর হেলিকপ্টারে চিরুণী তল্লাশি করেন তাঁরা। যদিও অভিষেক জানান, তল্লাশিতে কিছুই মেলেনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। কারণ এই ইস্যু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন কোচবিহারের মাটি থেকে। আজ, সোমবার এই নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই ইস্যুতে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। সোমবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অরিন্দম নিয়োগী।

আজ হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে যান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য। রবিবারও অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি হয়েছিল। আজ বেহালা ফ্লাইং ক্লাবে অবস্থান করছিল হেলিকপ্টার। তখন নির্বাচন কমিশনের তিন প্রতিনিধি সেখানে উপস্থিত হন। গাড়িতে ‘ইলেকশন অন ডিউটি’ লেখা ছিল। তিন প্রতিনিধির মধ্যে একজন জানান, তাঁদের এখানে আসতে বলা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এটা রুটিন নজরদারি। আকাশপথে ভোটপ্রচারে যাওয়া সব নেতাদের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য।

আরও পড়ুন:‌ ফোকাস কোচবিহার, নির্বাচনের দিন সরাসরি নজর রাখবেন দুই বিশেষ পর্যবেক্ষক

এদিকে নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ওই দিন গোটা ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। রবিবার অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি চালান আয়কর দফতরের অফিসাররা। বেহালা ফ্লাইং ক্লাবে এসে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সরিয়ে তাঁর হেলিকপ্টারে চিরুণী তল্লাশি করেন তাঁরা। যদিও অভিষেক জানান, তল্লাশিতে কিছুই মেলেনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এনআইএ’‌র ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারী আয়কর দফতরের অফিসারদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি করতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ, কিছুই মেলেনি।’

অন্যদিকে আজ সোমবার হলদিয়ায় অভিষেক বলেন, ‘হেলিকপ্টার থেকে তো এক পয়সাও উদ্ধার করতে পারেনি। উল্টে তল্লাশি চালানোর পরেও হেলিকপ্টারে উঠতে দিচ্ছিল না। ট্রায়াল রানই করতে দিচ্ছিল না। আয়কর তল্লাশি চালিয়েও কিছু পায়নি। তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে।’‌ সোমবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারেও ‘তল্লাশি’ করা হয় বলে খবর।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.