ব্যবসায়ী তথা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা উত্তরপ্রদেশের আমেঠি আসন থেকে ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ করলেন। সংবাদসংস্থা এএনআই-কে বৃহস্পতিবার রবার্ট বঢরা বলেন, 'আমেঠির অনেক মানুষ চাইছে যে আমি যদি রাজনীতিতে যোগদান করি তাহলে যেন আমেঠিকে বেছে নিই।' রবার্ট বলেন, 'আমেঠির মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। তারা আবারও চায় যাতে গান্ধী পরিবারের কেউ একজন তাঁদের জনপ্রতিনিধি হন। আমাকেও আমেঠির অনেকে বলে, আমি যদি রাজনীতিতে যোগদান করি, তাহলে যেন আমেঠিকে বেছে নিয়ে এখানে ভোটে দাঁড়াই আমি। আমার মনে আছে, ১৯৯৯ সালে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রথমবার এখানে রাজনৈতিক প্রচারে এসেছিলাম আমি।' (আরও পড়ুন: বার্থ সার্টিফিকেটের নিয়মে বড় বদল! সঙ্গে চলবে NPR-এর জন্য তথ্য সংগ্রহ: রিপোর্ট)
আরও পড়ুন: ফ্যাক্টর সন্দেশখালি, বাংলায় ভোটে BJP-র 'বটমলাইন' নিয়ে বড় দাবি PK-র, কী বলছে TMC
উল্লেখ্য, ২০০৪, ২০০৯, ২০১৪ সালে টানা তিনবার এই আমেঠি আসন থেকে জিতেছিলেন রাহুল গান্ধী। তবে ২০১৯ সালে আমেঠি থেকে হেরে গিয়েছিলেন রাহুল। এই আসন থেকে জিতেছিলেন বিজেপির স্মৃতি ইরানি। তবে সেবারে কেরলের ওয়ানাড় থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন রাহুল। সেখান থেকে জিতে লোকসভায় পা রেখেছিলেন তিনি। এারও ওয়ানাড় থেকে ভোটে লড়ছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই তিনি সেখানে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, ২০১৯ সালের মতো এবারও আমেঠি থেকেও লড়তে পারেন রাহুল গান্ধী। এদিকে তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী লড়তে পারেন সোনিয়ার ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকে। তবে আমেঠি বা রায়বরেলি থেকে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। এরই মাঝে রবার্ট বঢরা আমেঠি থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করায় জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। (আরও পড়ুন: পাক-চিনকে বার্তা - 'আগুন নিয়ে খেলো না', নবপ্রজন্মের পারমাণবিক মিসাইল লঞ্চ ভারতের)
আরও পড়ুন: জিহাদিদের দিয়ে পাকিস্তানে জঙ্গিদের খুন করাচ্ছে RAW, দাবি রিপোর্টে, খারিজ দিল্লির
আরও পড়ুন: কচ্ছতিভু নিয়ে রাজনৈতিক বিতর্ক জারি, প্রশ্ন উঠতেই ভারতীয় বিদেশ মন্ত্রক বলল...
আমেঠি নিয়ে রবার্ট নিজের সাক্ষাৎকারে বলেন, 'আমেঠির বর্তমান সাংসদকে নিয়ে ক্ষুব্ধ সেখানকার মানুষ। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। বর্তমান সাংসদ তাঁর ক্ষমতার অপব্যবহার করে গান্ধী পরিবারের বিরুদ্ধে কৎসা রটানোর জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছেন। বছরের পর বছর ধরে, গান্ধী পরিবার রায়বরেলি, আমেঠি এবং সুলতানপুরে কঠোর পরিশ্রম করেছে। এখন আমেঠিবাসী রাহুল গান্ধীর পরিবর্তে স্মৃতি ইরানীকে নির্বাচিত করার জন্য অনুতপ্ত। আমি মনে করি তারা গান্ধী পরিবারের একজন সদস্যকেই তাদের প্রতিনিধি করতে চায়। আমি সাংসদ হতে চাইলে যাতে আমেঠির কথা বিবেচনা করি, এর জন্য তারা আমার সঙ্গেও যোগাযোগ করেছে।' এরপর প্রিয়াঙ্কার স্বামী আরও বলেন, 'আমি যাদের সাথে আগে কাজ করেছি তারা এখনও আমার সাথে যোগাযোগ রেখে চলেছে। তারা আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে বার্তা পাঠায়। তারা জানে আমি দানধ্যানের সাথে কতটা জড়িত, তাই তারাও আমার জন্মদিনে এমন ক্যাম্পের আয়োজন করে।'