বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ২০১৫ সালেই পেয়েছিলেন 'নাগরিকত্ব', কেমন আছেন বাংলাদেশ থেকে আসা ছিটবাসীরা? খোঁজ নিল HT Bangla

২০১৫ সালেই পেয়েছিলেন 'নাগরিকত্ব', কেমন আছেন বাংলাদেশ থেকে আসা ছিটবাসীরা? খোঁজ নিল HT Bangla

কী বলছেন সাবেক ছিটবাসী?

বাংলাদেশের সাবেক ছিটমহল থেকে এসেছিলেন তাঁরা।দিনহাটায় কেমন আছেন তাঁরা? 

সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নাগরিকত্ব আইন লাগু হয়েছে গোটা দেশজুড়ে। এদিকে লোকসভা ভোটের মুখে কোচবিহারের সাবেক ছিটবাসীদের মধ্যে এই সিএএকে ঘিরে জোর চর্চা। এদিকে সেই ২০১৫ সালে বাংলাদেশি ছিটমহল থেকে ভারতে এসেছিল বহু পরিবার। বহু ক্ষেত্রে না পাওয়ার যন্ত্রণা রয়েছে তাদের মধ্যেও। আর এই লোকসভা ভোটের মুখে তাদের সেই পাওয়া আর না পাওয়ার  খোঁজ নিল হিন্দুস্তান টাইমস বাংলা। 

ছিটমহল বিনিময় হয়েছিল ২০১৫ সালে। বাংলাদেশি ছিটমহল থেকে ২০১৫ সালের ২২শে নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দলে দলে তৎকালীন সাবেক ছিটমহলবাসী ভারতের মাটিতে কার্যত স্বেচ্ছায় চলে এসেছিলেন। এরপর তাঁদের জন্য অস্থায়ী শিবির তৈরি করা হয়।সেখানেই ঠাঁই মিলেছিল তাঁদের। বর্তমানে দিনহাটায় ফ্ল্যাট পেয়েছেন তাঁরা। কিন্তু যাঁরা ২০১৫ সালের আগেও বাংলাদেশি ছিটমহলে থাকতেন, জমিজমা, চাষ আবাদ করে যাঁদের দিন চলত তাঁদের ফ্ল্যাটবাড়িতে তাঁদের থাকতে ঠিক কেমন লাগছে? 

বাংলাদেশের দাশিয়ারছড়া ছিটে থাকতেন তাঁরা। সেখান থেকে অন্তত ৫৮টি পরিবার চলে আসেন ভারতে। কেন তাঁরা ভারতে আসার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন? তাঁদের কথায়, ভারত বড় রাষ্ট্র। সেকারণেই আসতে চেয়েছিলাম। কিন্তু এখানে এসে কি তাঁরা আশাহত হয়েছেন?

সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দা খলিলুর রহমান। বর্তমানে তিনি সাবেক ছিটবাসীদের জন্য তৈরি ফ্ল্যাটে থাকে। খলিলুর হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, ভারতের নাগরিকত্ব পেয়েছি। আমরা ভারতবাসী। ভারতে থাকতে পেরে আমরা খুব খুশি। এখানে কোনও বিভেদ, দ্বন্দ্ব কিছু নেই। 

তবুও এতসব কিছুর মধ্য়েও মনে কোণে জমে রয়েছে  ক্ষোভের মেঘ। ফ্ল্যাট পেয়েছেন। কিন্তু সেই ফ্ল্যাটের জন্য মালিকানার কাগজ পাননি তাঁরা। এমনটাই দাবি তাঁদের। এদিকে এতদিন ধরে গরু, ছাগল প্রতিপালন করেছেন তাঁরা। কিন্তু দিনহাটার ওই ফ্ল্যাটে মুরগি, ছাগল, গরু প্রতিপালেনের মতো ব্যবস্থা সেভাবে নেই। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে চাঙর খসে পড়ছে। পানীয় জলের সুব্যবস্থা নেই। 

আবার কি মনে হচ্ছে বাংলাদেশি ছিটমহলে ফিরে যাই? খলিলুর রহমান বলেন, না বাংলাদেশে আর ফিরব না। আমরা ভারতে চলে এসেছি। এখানেই থাকব। সেই সঙ্গেই তিনি দাবি করেন, সিএএ হোক বা এনআরসি ভয় পাই না আমরা। আমরা অনেক আগেই নাগরিকত্ব পেয়েছি। এই দেশ থেকে কেউ আমাদের তাড়াবে না। 

তবে এর অন্যরকম মতও রয়েছে। রঞ্জিত বর্মন নামে অপর এক সাবেক ছিটবাসী বলেন, বাংলাদেশি সাবেক ছিটমহলে থাকতাম। এখানে সরকার অনেক কিছু দেবে বলেছিল। কিন্তু ফ্ল্যাটের কাগজও পেলাম না এতদিনে। এখন মনে হয়ে ওখানে থাকলেই মনে হয় ভালো হত।

আসলে এই দ্বিধার মাঝেই দিন কাটাচ্ছেন বাংলাদেশি সাবেক ছিটের বাসিন্দা যাঁরা নাগরিকত্ব পেয়েছেন সেই ২০১৫ সালে। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

ভোটের মধ্যে কমল LPG সিলিন্ডারের দাম, মে'তে কলকাতায় রান্নার গ্যাসের দাম কত পড়বে? রশিদ খানের নেতৃত্বে T20I World Cup 2024-এর জন্য দল ঘোষণা করল আফগানিস্তান মোদীকে জুনের আক্রমণের পর অগ্নিমিত্রার নিশানায় মমতা! গাইলেন কোন প্যারোডি? ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের 'ও কাছে টেনে নিয়েছে...' কল্যাণের অপমান অতীত, দেবের ডাকে ঘাটালে কাঞ্চন ভেনিস কি শেষপর্যন্ত তলিয়ে যাবে? বাঁচিয়ে রাখতে তৈরি করা হয়েছে ইস্পাতের ৭৮ প্রাচীর মহালক্ষ্মী ভাণ্ডার আনব, নয়া প্রতিশ্রুতি নিয়ে হাজির বামেরা, কার অনুপ্রেরণা? হার্ট ঠিক রাখতে কী খেতে হবে? পুরো খাবার তালিকা তৈরি করে দিতে পারে AI! তাপপ্রবাহের জের, সাময়িক ক্লাস বন্ধ করল CU, স্কুলে গরমের ছুটিও বাড়ছে চলে গেলেন সারদা মঠের অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি, শোকবার্তা মোদীর

Latest IPL News

ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের ব্যর্থ রোহিত-হার্দিক-বুমরাহ! মুম্বইকে চার উইকেটে হারিয়ে দিল রাহুলের লখনউ শুভমন গিলকে টপকে কী করে ভারতীয় দলে জায়গা করলেন যশস্বী? সামনে এল আসল কারণ ‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে ‘অত নাচতে হবে না’… হঠাৎ কেন চিয়ার লিডারদের উদ্দেশ্যে এমন বললেন নাইট ক্রিকেটার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.