হুগলি লোকসভা কেন্দ্রে নিজেই নিজেকে বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু সেই এলাকায় অবাক কাণ্ড। বিজেপির তিন প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখেছেন কে বা কারা। কিন্তু সেখানে নেই লকেট চট্টোপাধ্যায়ের নাম। বিজেপির দাবি, তৃণমূল এই লিখিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। অন্য দিকে শাসকদলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই দেওয়াল লিখন।
গত ৮ ফেব্রুয়ারি লকেট নিজেই দাবি করেন হুগলিতেই তিনি আবারও প্রার্থী হচ্ছেন। কিন্তু তার আগে শোনা যায় শ্রীরামপুরে প্রার্থী করা হতে পারে তাঁকে। সেখানে আবার পোস্টার পড়ে লকেটকে প্রার্থী না চেয়ে। আবার নতুন ঘটনা নজরে আসে মঙ্গলবার। দেখা যায় তিনজনের নামে দেওয়াল লেখা হয়েছে। দেওয়াল লেখা হয়েছে, হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নামে। এ ছাড়া এক প্রাক্তন সভাপতি তথা বর্তমানে শ্রীরামপুর জেলার পর্যবেক্ষক গৌতম চট্টোপাধ্যায়ের নামেও দেওয়াল লেখা হয়েছে। এছাড়া দেওয়াল লেখা হয়েছে চুঁচুড়ার শিশু চিকিৎসক ইন্দ্রনীল চৌধুরীর নামেও। ২০১৯ সালে প্রার্থী হুগলির প্রার্থী হিসাবে তাঁর নাম উঠে এসেছিল। কিন্তু পরবর্তী কালে লটেকের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন। ১৪৪ ধারায় স্থগিতাদেশ জারি করে শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট
বিজেপি দাবি তৃণমূল এ সব করিয়েছে। দেওয়াল লিখনে নাম আসা বিজেপি নেতা সুবীর নাগ বলেন,'আমার তো মনে হয়, শাসকদল আশঙ্কিত এখানে বিজেপি আরও শক্তিশালী হচ্ছে দেখে। দলের ভিতরে ফাটল ধরাতেই এ সব করা হচ্ছে। এ সব করে কোনও লাভ হবে না। এখানে আমাদের জয়ী প্রার্থী আছেন। আমরা ধরে নিচ্ছি, তিনিই আবার প্রার্থী হবেন।'
আরও পড়ুন। পুলিশি হেফাজতেই রয়েছেন শেখ শাহজাহান, চলছে শেষ মুহূর্তের দর কষাকষি: শুভেন্দু
চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি নিজেরা টাকা দিয়ে দেওয়াল লিখিয়েছে বিজেপি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'বিজেপির প্রচুর টাকা। প্রার্থী হতে পারলে তো কোটি কোটি টাকা। টাকার লোভে অনেকেই যে যার নামে দেওয়াল লেখাতে ছেলে ফিট করে দেওয়াল লেখাচ্ছেন। তৃণমূলের খেয়েদেয়ে আর কাজ নেই এ সব করতে যাবে!'
যদিও এনিয়ে লকেট চট্টোপাধ্যায়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন। আধার বিতর্কের মাঝে বঙ্গ BJP-তে অক্সিজেন, বঙ্গে মোদীর আগমনের সঙ্গেই চালু হবে CAA?