বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালির জেলিয়াখালি যেতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার জেলিয়াখালি যাবেন তিনি। সঙ্গে যেতে পারবেন বিধায়ক শংকর ঘোষ। শুভেন্দুবাবুর জেলিয়াখালি সফরের জন্য সেখানে জারি থাকা ১৪৪ ধারায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: শাহজাহান কোথায় জানে পুলিশ? শুভেন্দুর দাবি অনুরণিত হল প্রধান বিচারপতির কণ্ঠে
এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, এর আগে আদালত শুভেন্দুবাবুকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেও তিনি শর্ত মানেননি। তিনি সেখানে গিয়ে ভিড় জড়ো করেছেন। পুলিশ আধিকারিকদের প্রতি অপশব্দ প্রয়োগ করেছেন। এমনকী এক পুলিশকর্মীকে খালিস্তানি বলে আক্রমণ করেছেন তিনি। তাছাড়া উনি যেখানে যাবেন বলছেন সেখানে এখন ১৪৪ ধারা জারি রয়েছে।
রাজ্যের সওয়াল শুনে বিচারপতি বলেন, সেই বিষয়টি অন্য এজলাসে বিচারাধীন রয়েছে। তার সঙ্গে এই মামলার যোগ নেই। বৃহস্পতিবার জেলিয়াখালির হালদার পাড়ায় যেতে পারবেন শুভেন্দু অধিকারী ও শংকর ঘোষ। সেজন্য ওই এলাকায় জারি থাকা ১৪৪ ধারায় স্থগিতাদেশ জারি করছে আদালত।
আরও পড়ুন: পুলিশি হেফাজতেই রয়েছেন শেখ শাহজাহান, চলছে শেষ মুহূর্তের দর কষাকষি: শুভেন্দু
গত ২০ ফেব্রুয়ারি আদালতের অনুমতি নিয়ে প্রথমবার সন্দেশখালি যান শুভেন্দুবাবু। তাঁরে ফুল ছড়িয়ে উলু দিয়ে স্বাগত জানান মহিলারা। সন্দেশখালি গিয়ে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। তাদের একজোট থাকতে বলেন তিনি। আশ্বাস দেন পাশে থাকবে বিজেপি। এর পর ফের সন্দেশখালি যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দুবাবু। জানান এবার জেলিয়াখালি যেতে চান তিনি। শুভেন্দুবাবুর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তাঁকে জেলিয়াখালি যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। এবার দেখার এই রায়কে চ্যালেঞ্জ করে গতবারের মতো ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কি না রাজ্য সরকার।