প্রচারে বেরিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থী সাজদা আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট চলছে। বার বার বলেও কোনও লাভ হচ্ছে না। সামগ্রিক পরিস্থতিতে এলাকায় উত্তেজনা ছড়ায়।
ব্রাহ্মণপাড়া, পশ্চিমপাড়ায় পানীয় জলের সংকট ভয়াবহ। বার বার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে এনিয়ে জানানো হয়েছে। কিন্তু তারপরেও পরিস্থতির উন্নতি হয়নি। সেকারণেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাদের দাবি, একে তো প্রচন্ড গরম। তার উপর এলাকায় পানীয় জলের সংকট। তার জেরে পরিস্থিতি ক্রমশ বিগড়ে যাচ্ছে।
বাসিন্দাদের দাবি বার বার এনিয়ে স্থানীয় পঞ্চায়েতে বলা হয়েছে। কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এনিয়ে কোনও কথা শুনতে চায় না। এরপরই তৃণমূল প্রার্থী সাজদা আহমেদকে ভোট প্রচারে আসতে দেখেই ঘিরে ধরেন বাসিন্দারা। রীতিমতো পোস্টার নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে যান তৃণমূলের নেতা কর্মীরা। ভোটের প্রচারে বেরিয়ে এভাবে তৃণমূলের প্রার্থীদের ক্ষোভের মুখে পড়ার ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত অস্বস্তির। এমনটাই মনে করছেন অনেকে।