বাংলা নিউজ > ভোটযুদ্ধ > UP Vote 2022: ইভিএমের বোতামে কীসের আঠা? ভোটগ্রহণ থমকে গেল লখিমপুরের বুথে

UP Vote 2022: ইভিএমের বোতামে কীসের আঠা? ভোটগ্রহণ থমকে গেল লখিমপুরের বুথে

লখিমপুর জেলায় ভোট দিয়ে পরিচয়পত্র দেখাচ্ছেন এক ভোটার (PTI Photo) (PTI)

সূত্রের খবর, চতুর্থ দফায় ৬৪.৭১ শতাংশ ভোটদান হয়েছে।

এবার বিপত্তি লখিমপুরে। উত্তরপ্রদেশের লখিমপুর বিধানসভার কাদিরপুরে ইভিএম মেশিনের নির্দিষ্ট বাটনে আঠা লাগিয়ে দেওয়ার অভিযোগ। এর জেরে ভোটদান প্রক্রিয়া কিছুক্ষণের জন্য ব্যহত হয়। তবে প্রশাসন জানিয়েছে, ইভিএম সংক্রান্ত কয়েকটি অভিযোগ ছাড়া লখিমপুর খেরি বিধানসভা জেলার আটটি কেন্দ্রেই ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই হয়েছে। সূত্রের খবর, চতুর্থ দফায় ৬৪.৭১ শতাংশ ভোটদান হয়েছে।

লখিমপুর খেরির জেলাশাসক মহেন্দ্র বাহাদুর সিং গোটা ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভালো করে খতিয়ে দেখার পর দেখা গিয়েছে, একটি নির্দিষ্ট বোতামে অনেকটা আঠা লাগিয়ে দেওয়া হয়েছিল। এনিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

তবে জেলাশাসক জানিয়েছেন, সর্বত্র ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হয়েছে।এদিকে কোভিড সংক্রমণ রুখতে মাস্ক, স্যানিটাইজার সহ নানা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ভোটের লাইনে দূরত্ব বিধি বিশেষ দেখা যায়নি। ভোটের দিন সকালেও দেখা গিয়েছে ভোটের লাইনে গা ঘেষাঘেষি ভিড় রয়েছে। কিছু জায়গায় ইভিএমে কিছু সাময়িক সমস্যা হয়েছিল। তবে জেলাশাসক জানিয়েছেন, ভোটদানে তেমন কোনও প্রভাব পড়েনি। সব ঠিকঠাকই হয়েছে। দুপুর তিনটে নাগাদ ভোটদানের হার ছিল ৫২.৯৮ শতাংশ। পলিয়া কালান গ্রামের বাসিন্দা এক কলেজছাত্রী বলেন, কাজের সুযোগ যারা করে দেবেন তাদের পাশেই থাকবে যুব সমাজ, এটা আমার ধারণা। প্রসঙ্গত এই লখিমপুর খেরিতেই আন্দোলনকারী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।

 

বন্ধ করুন