উত্তরপ্রদেশে ভোট পর্বের সূর্য মধ্যগগন পেরিয়ে এবার শেষের পথে। ষষ্ঠ জফার নির্বাচন শেষ হতেই এবার সপ্তম দফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যোগীগড়। এদিকে, সপ্তম দফায় রয়েছে একাধিক হাইভল্টেজ কেন্দ্র। তার মধ্যে অন্যতম হল বারাণসী। এই বারাণসী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র। আর সেখানেই সদ্য অখিলেশের প্রচারে গিয়েছিলেন মমতা। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বারাণসীতে পা রাখেন 'সাংসদ' মোদী।
উল্লেখ্য, ৭ মার্চ উত্তরপ্রদেশের সপ্তম দফার ভোটপর্ব। তার আগে, বারাণসীতে শুক্রবার রোডশোতে যোগ দেন এলাকার সাংসদ তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের লোকসভা কেন্দ্রে পা রাখেই সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করেন মোদী। মালদাহিয়া থেকে কাশী বিশ্বনাথ চক পর্যন্ত চলে এই রোড শো। এরপর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো অর্পণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, ২০১৪ সালে বারাণসী থেকে সংসদীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করে শহরে তাঁর প্রথম রোডশো করেছিলেন মোদী। এরপর বারাণসী তাঁকে নিরাশ করেনি। প্রথমবার লোকসভা ভোটে বারাণসী থেকে জিতেই তিনি প্রধানমন্ত্রী হন। দ্বিতীয়বার ২০১৯ সালের ভোটেও বারাণসী মোদীকে সমর্থন জানায় বিপুল ভোটে। এবার সেই বারাণসীতে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট পর্ব। যে ভোটের প্রচারে সমাজবাদী পার্টির অখিলেশের হয়ে মমতা গিয়েছিলেন বারাণসীতে। সেখানে বিজেপি সমর্থকরা তাঁকে উদ্দেশ্য করে 'গো ব্যাক' স্লোগান দেন। যার প্রতিবাদে বাংলার বুকে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, বারাণসী লোকসভা কেন্দ্রের আওতায় ৫ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এগুলি হল, রোহানিয়া, বারাণসী উত্তর ও বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্টনমেন্ট ও সেবাপুরী।