বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Rani-Kajol: ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর স্পেশাল স্ক্রিনিং! শাহরুখের সঙ্গে এলেন রানি, এমন দিনেও কেন এলেন না কাজল?

Shah Rukh-Rani-Kajol: ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর স্পেশাল স্ক্রিনিং! শাহরুখের সঙ্গে এলেন রানি, এমন দিনেও কেন এলেন না কাজল?

করণ-রানি-শাহরুখ

কিং খান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কাজল শহরে নেই। কারণ শ্যুটিংয়ের জন্যই ও বাইরে গিয়েছে। তবে ওঁর তরফে অনেক ভালোবাসা সকলের জন্য পাঠিয়ে দিয়েছেন।’ শাহরুখের এই বক্তব্য ফ্যানপেজের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আর তাতেই অনুরাগীদের কৌতুহল নিরাসন হয়েছে।

দেখতে দেখতে ২৫টা বছর পার করে ফেলল কাজল-শাহরুখ-রানির ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার ১৫ অক্টোবর ছবির তিনটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ-রানি ও করণ। কিন্তু দেখা গেল না কাজলকে।

অনুরাগীদের কৌতুহলী প্রশ্ন, এমন একটা দিনে কেন এলেন না কাজল? সকলেই এদিন শাহরুখ-রানির পাশে কাজলকে দেখতে চাইছিলেন। অনুরাগীদের কৌতুহলী প্রশ্নের জবাবটা নিজেই দেন শাহরুখ। কিং খান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কাজল শহরে নেই। কারণ শ্যুটিংয়ের জন্যই ও বাইরে গিয়েছে। তবে ওঁর তরফে অনেক ভালোবাসা সকলের জন্য পাঠিয়ে দিয়েছেন।’ শাহরুখের এই বক্তব্য ফ্যানপেজের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আর তাতেই অনুরাগীদের কৌতুহল নিরাসন হয়েছে।

আরও পড়ুন-আরও পড়ুন-আরও পড়ুন-এখনও পিসি থেকে বাড়ির নিরাপত্তারক্ষীর পুজোর জামা নিজে দেখে কেনেন প্রসেনজিৎ! শুধু বাদ একজনেরটা

আরও পড়ুন-সামনে মিমি, রক্তে ভেজা শার্ট পরে বসে আবির, কী আবার ঘটল?

আরও পড়ুন-মেয়েকে নিয়মিত চিঠি লেখে আলিয়া, আমিও রাহার জন্য বিশেষকিছু লিখতে চাই: রণবীর

এদিন ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে পৌঁছে সিঁড়ি দিয়ে ওঠার সময় লুটিয়ে পড়ে রানির শাড়ির লম্বা আঁচল। সেটাই হাত করে তুলে ধরে পিছন পিছন ওঠেন শাহরুখ। বোঝাই যায় যে, রানির আঁচল যাতে ময়লা না হয়ে যায় সেই জন্যই তিনি এভাবে হাঁটছিলেন। কিং খানের এই ভদ্রতায় মুগ্ধ হন অনুরাগীরা। 

রবিবার স্পেশাল স্ক্রিনিংয়ে এসে শাহরুখ বলেন, 'আমাদের জীবনে এই ছবিটার গুরুত্ব অনেক। ভীষণ জরুরি এটা। আপনার হয়তো কিছুটা বোঝেন সেটা, কিন্তু পুরোটা কারণ, কুছ কুছ হোতা হ্যায়।' আবারও লাভ-স্টোরিতে অভিনয় করবেন কিনা, এমন প্রশ্নে বাদশার জবাব, ‘জানি না যে আর লাভ স্টোরি করব কী করব না। ওগুলো এখন যুবকদের জন্য ছেড়ে দিলাম।’পেয়েছিল করণ জোহর পরিচালিত প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবিতে ছিল রাহুল-অঞ্জলির বন্ধুত্ব থেকে প্রেমের গল্প। করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায় ছিল ব্লকবাস্টার। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ, কাজল, রানি। বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.