বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia: মেয়েকে নিয়মিত চিঠি লেখে আলিয়া, আমিও রাহার জন্য বিশেষকিছু লিখতে চাই: রণবীর

Ranbir-Alia: মেয়েকে নিয়মিত চিঠি লেখে আলিয়া, আমিও রাহার জন্য বিশেষকিছু লিখতে চাই: রণবীর

রণবীর-আলিয়া, রাহা

রণবীরের কথায়, ‘আলিয়া আসলে প্রতিদিন ওকে একটা ইমেল লেখে। আমি ভেবেছিলাম যে আমিও একদিন ওকে নিয়ে লিখতে শুরু করব। আমি ওকে নিয়ে কিছু অসাধারণ চিঠি লিখব।’ রণবীর জানান, ‘আমি একটা সময় প্রচুর প্রেমপত্র লিখেছি। আমার বাবা-মা, দাদা-দাদি একে অপরকে যে প্রেমপত্রগুলি লিখেছিলেন সেগুলি দেখতে ভাল লাগে।’

গত ৬ নভেম্বর রণবীর-আলিয়ার ঘরে এসেছে তাঁদের কন্যা সন্তান । রণবীর-আলিয়ার নাম মিলিয়ে নীতু কাপুর নাতনির নাম রাখেন 'রাহা'। আপাতত অভিনয় ছাড়া রাহাকে কেন্দ্র করেই কাটছে রণবীর-আলিয়ার জীবন। জার্মান পেনের ব্র্যান্ড হাউসারের সঙ্গে আলাপচারিতায় মেয়ে রাহাকে নিয়ে নানান কথা খোলসা করেছেন রণবীর। রণবীর জানান, আলিয়া নিয়মিত মেয়ে রাহার উদ্দেশ্যে একটি করে চিঠি লেখেন, তবে সেটা ইমেলে। রণবীর বলেন তিনিও মেয়ের জন্য একটা করে চিঠি লেখার কথা ভেবেছেন।

রণবীরের কথায়, ‘আলিয়া আসলে প্রতিদিন ওকে একটা ইমেল লেখে।  আমি ভেবেছিলাম যে আমিও একদিন ওকে নিয়ে লিখতে শুরু করব। আমি ওকে নিয়ে কিছু অসাধারণ চিঠি লিখব।’ রণবীর জানান, ‘আমি একটা সময় প্রচুর প্রেমপত্র লিখেছি। আমার বাবা-মা, দাদা-দাদি একে অপরকে যে প্রেমপত্রগুলি লিখেছিলেন সেগুলি দেখতে ভাল লাগে।’

আরও পড়ুন-২৭ বছর মায়ের সঙ্গে কথা বলেননি, সেই প্রতিযোগী সারেগামাপা-তে গাইলেন 'মা মেরি মা', কাঁদলেন নীতি

আরও পড়ুন-আরও পড়ুন-এখনও পিসি থেকে বাড়ির নিরাপত্তারক্ষীর পুজোর জামা নিজে দেখে কেনেন প্রসেনজিৎ! শুধু বাদ একজনেরটা

আরও পড়ুন-'সেদিন কানের নিচে সজোরে চড় কষালেন স্কুলের অধ্যক্ষ, এখনও ভুলিনি', কী অন্যায় করেছিলেন রণবীর?

নিজের স্কুলের দিনগুলির কথা মনে করে রণবীর বলেন, ‘আমার মনে হয় আমি দারুণ টুকলি করতে পারতাম। তাই কখনও ধরা পড়িনি। তবে আমার মনে আছে, যখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি, তখন আমি হামাগুড়ি দিয়ে ক্লাস থেকে পালাতে চেষ্টা করেছিলাম। আমি হামাগুড়ি দিয়ে বের হতে যাব, ঠিক তখনই স্কুলের অধ্যক্ষ আমার সামনে হাজির। আমি ওইদিন মার খেয়েছিলাম। কোনওদিনই ভুলব না সেকথা। আমার গালে উনি টেনে থাপ্পড় কষিয়েছিলেন, সেই আওয়াজ আজও আমার কানে ভাসে।’

প্রসঙ্গত, ২০২২-এর এপ্রিলে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। এর ঠিক কয়েকমাস পরেই মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন আলিয়া। ২০২২-এর ৬ নভেম্বর আলিয়া কন্যা সন্তানের জন্ম দেন। রণবীর সোশ্যাল মিডিয়ায় নেই, তাই মেয়ে আসার সুখবর শুনিয়ে আলিয়া লেখেন, ‘আমাদের জীবনের সেরা খবর, হল আমাদের সন্তান এসে গিয়েছে...এবং ও একটা জাদুকরী। আমরা ওর প্রেমে ফেটে পড়ছি - ধন্য এবং পিতামাতার স্নেহে আচ্ছন্ন! আলিয়া ও রণবীরের তরফে অনেক ভালোবাসা।’

বায়োস্কোপ খবর

Latest News

তিলোত্তমার ন্যায় বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে? গণতন্ত্রে বিশ্বাসী রূপা চান তৃণমূলের 'ভালো নেতা'দের ভোট দিয়ে জেতাক মানুষ আগামিকাল কেমন কাটবে? রবিবারে ভাগ্যের সাহায্য পাবেন? জানুন ৬ অক্টোবরের রাশিফল অ্যামেলিয়াও জানত ও আউট…এখনও রান আউট নিয়ে হাহুতাশ করে যাচ্ছে ভারত দুরন্ত বেথ মুনি, অস্ট্রেলিয়ার সহজ জয়! সেমির দৌড় থেকে ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা অষ্টমীতে জম্পেশ ভূরিভোজ চাই? সরষে চিকেন রাখুন মেনুতে, রইল রেসিপি সত্যিকারের এক ব্যাঙ্ক ডাকাতকে নিয়ে তৈরি বহুরূপী! শিবপ্রসাদ বললেন, ‘সে এখন…’ পুজোতে ফের লন্ডনে অনুষ্ঠান, নাচের মহড়ায় ডোনা গঙ্গোপাধ্যায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.