গত ৬ নভেম্বর রণবীর-আলিয়ার ঘরে এসেছে তাঁদের কন্যা সন্তান । রণবীর-আলিয়ার নাম মিলিয়ে নীতু কাপুর নাতনির নাম রাখেন 'রাহা'। আপাতত অভিনয় ছাড়া রাহাকে কেন্দ্র করেই কাটছে রণবীর-আলিয়ার জীবন। জার্মান পেনের ব্র্যান্ড হাউসারের সঙ্গে আলাপচারিতায় মেয়ে রাহাকে নিয়ে নানান কথা খোলসা করেছেন রণবীর। রণবীর জানান, আলিয়া নিয়মিত মেয়ে রাহার উদ্দেশ্যে একটি করে চিঠি লেখেন, তবে সেটা ইমেলে। রণবীর বলেন তিনিও মেয়ের জন্য একটা করে চিঠি লেখার কথা ভেবেছেন।
রণবীরের কথায়, ‘আলিয়া আসলে প্রতিদিন ওকে একটা ইমেল লেখে। আমি ভেবেছিলাম যে আমিও একদিন ওকে নিয়ে লিখতে শুরু করব। আমি ওকে নিয়ে কিছু অসাধারণ চিঠি লিখব।’ রণবীর জানান, ‘আমি একটা সময় প্রচুর প্রেমপত্র লিখেছি। আমার বাবা-মা, দাদা-দাদি একে অপরকে যে প্রেমপত্রগুলি লিখেছিলেন সেগুলি দেখতে ভাল লাগে।’
নিজের স্কুলের দিনগুলির কথা মনে করে রণবীর বলেন, ‘আমার মনে হয় আমি দারুণ টুকলি করতে পারতাম। তাই কখনও ধরা পড়িনি। তবে আমার মনে আছে, যখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি, তখন আমি হামাগুড়ি দিয়ে ক্লাস থেকে পালাতে চেষ্টা করেছিলাম। আমি হামাগুড়ি দিয়ে বের হতে যাব, ঠিক তখনই স্কুলের অধ্যক্ষ আমার সামনে হাজির। আমি ওইদিন মার খেয়েছিলাম। কোনওদিনই ভুলব না সেকথা। আমার গালে উনি টেনে থাপ্পড় কষিয়েছিলেন, সেই আওয়াজ আজও আমার কানে ভাসে।’
প্রসঙ্গত, ২০২২-এর এপ্রিলে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। এর ঠিক কয়েকমাস পরেই মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন আলিয়া। ২০২২-এর ৬ নভেম্বর আলিয়া কন্যা সন্তানের জন্ম দেন। রণবীর সোশ্যাল মিডিয়ায় নেই, তাই মেয়ে আসার সুখবর শুনিয়ে আলিয়া লেখেন, ‘আমাদের জীবনের সেরা খবর, হল আমাদের সন্তান এসে গিয়েছে...এবং ও একটা জাদুকরী। আমরা ওর প্রেমে ফেটে পড়ছি - ধন্য এবং পিতামাতার স্নেহে আচ্ছন্ন! আলিয়া ও রণবীরের তরফে অনেক ভালোবাসা।’