বাংলা নিউজ > বায়োস্কোপ > AR Rahman: 'তোমার বেলায় মিউজিক বাজল, আর আমার বেলায়...' খুদে ভক্তের অভিযোগে হেসে খুন রহমান

AR Rahman: 'তোমার বেলায় মিউজিক বাজল, আর আমার বেলায়...' খুদে ভক্তের অভিযোগে হেসে খুন রহমান

খুদে ভক্তের অভিযোগে হেসে খুন রহমান

AR Rahman: ছোট্ট অনুরাগীর অভিযোগে নাজেহাল রহমান। একটি ফেস্টিভ্যালের মাঝে ঠিক কী ঘটল সাত বছরের এক খুদে এবং এআর রহমানের মধ্যে?

সম্প্রতি কথাকর ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন এআর রহমান। সেখানেই রহমানকে এক খুদের সঙ্গে গান গাইতে দেখা গেল। শুধুই কি তাই, সেই খুদে গায়কের কাছে রীতিমত অভিযোগও করেন একাধিক বিষয়ে। আবার তাঁকে বকাও দেন। তাঁদের দুজনের খুনসুটি দেখে দর্শকরা তো বটেই নেটিজেনরাও সকলে হাসছেন।

রহমানের সঙ্গে খুদের খুনসুটি

এদিন কথাকর ফেস্টিভ্যালে রহমানের পাশে বসে এক খুদেকে হাম্মা হাম্মা গানটি গাইতে দেখা যায়। গান শেষ হওয়ার পরই সে এআর রহমানের কাছে রীতিমত অভিযোগ করে। বলে, 'দেখলে, তুমি যখন গাইলে তখন মিউজিক বাজল। আর আমি যখন গাইলাম বাজল না।' তার কথা বলার ধরন দেখে সবাই হেসে গড়িয়ে পড়েন। এরপর তাকে বোঝানোর জন্য রহমান বলেন, 'না না, বিষয়টা এমন নয় আমার বয়স ৫৬ বছর। তুমি আমার থেকে ভালো গাইবে আগামীতে।' তখন সে অভিযোগ করে আবার বলে, 'বিষয়টা মোটেই বয়সের নয়।' তখন রহমান তাঁকে বুঝিয়ে বলেন, বয়সের বিষয় নয় ঠিকই, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমরা আরও উন্নত হই, ভালো পারফর্ম করি তাই না? গায়কের কথায় সে সম্মতি জানায়। তখন রহমান তাকে বলেন, 'আমি তোমায় একটি কিবোর্ড কিনে দেব। তুমি তাতে ভালো করে প্র্যাকটিস করো। পরের বার এসে আমি তোমার গান শুনব।' তাঁদের দুজনের এই খুনসুটি ভরা ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ইয়ালিনির জন্মের পরই শুভশ্রীর সঙ্গে ধরা দিলেন রাজ, 'মেয়ের ছবি কবে দেখাবেন' প্রশ্ন উৎসুক নেটপাড়ার

আরও পড়ুন: ফসিলস ঝড়ের সাক্ষী রইলেন মধুমিতা - রাজদীপরা, রূপমের গানে জমিয়ে হেড ব্যাং অনিন্দ্যর

কে কী বলছেন?

এই অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা যে তাঁদের খুনসুটিতে ভারী মজা পেয়েছেন সেটা ভিডিয়ো দেখেই স্পষ্ট। তবে নেটনাগরিকরাও কিন্তু বিশেষ পিছিয়ে নেই। এক ব্যক্তি লেখেন, 'এটাই রহমান। কেমন মাটির মানুষ এখান থেকেই প্রমাণিত।' আরেকজন লেখেন, 'ভীষণ মিষ্টি।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত ৯৯৯ কোটি টাকা জমা পড়ল অ্যাকাউন্টে, গ্রাহক ব্যাঙ্ককে জানাতেই হল এক কাণ্ড! বিকিনিতে শুভেন্দুর নাতনি! বালির সমুদ্র সৈকতে শরীরে উন্মুক্ত শরীরে ছ্যাঁকা দিলেন বৈদিক মন্ত্র পড়ে সমকামী বিয়ে মেনে নিল ভারতের এই প্রতিবেশী দেশ ধুলো জমবে ল্যাপটপে, ঘুরে বেড়াবেন কর্মীরা! ৯ দিনের লম্বা ছুটি দিল কোম্পানি Anti-aging Tips: ৫০ বছর বয়সেও আপনাকে ২৫ বছর বয়সী দেখাবে, এই টিপস মানুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.