পয়লা বৈশাখ এবার জমজমাট! নতুন বছর বলে তো বটেই! সঙ্গে আবার দুটি নতুন বাংলা ছবি মুক্তি পেতে চলেছে বড়পর্দায়! ১৪ এপ্রিল আসছে শেষ পাতা এবং আবার বিবাহ অভিযান।
শেষ পাতা, দ্য লাস্ট পেজ ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ গার্গী রায়চৌধুরী এবং বিক্রম চট্টোপাধ্যায়কে। এই ছবির পোস্টার দিয়ে ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়। এখানে এক প্রৌঢ়ের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এখানে একদমই অদেখা লুকে দেখা ধরা দেবেন তিনি। কাঁচা পাকা চুল দাড়ি, চোখে চশমা তাঁর। ঘোলাটে দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে আছেন তিনি। এই পোস্টারে ছবি মুখ্য তিন অভিনেতা ছাড়াও ৫ টাকার দুটো কয়েন এবং ঝর্না কলমের নিব দেখা যাচ্ছে।
শেষ পাতা ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন অতনু ঘোষ। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। সৌমিক হালদার সিনেমাটোগ্রাফি করেছেন। ছবিটির প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। নিবেদন করেছেন ফিরদাউসুল হাসান এবং প্রবাল হালদার।
অন্যদিকে ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে আবার বিবাহ অভিযান। প্রথমবারের দুর্দান্ত সাফল্যের পর এই ছবির প্রিক্যুয়েল ফিরে আসছে নতুন ভাবে নতুন রূপে। মুখ্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সেনগুপ্ত, প্রমুখকে।
এই ছবির পোস্টারে মূল ছয় অভিনেতাকে দেখা যাচ্ছে। সঙ্গে লোকেশন মার্ক করে একদিকে কলকাতা লেখা আরেক দিকে থাইল্যান্ড লেখা। এসভিএফ এই ছবির প্রযোজনা করছে। এবং এই ছবিটির পরিচালনা করেছেন সৌমিক হালদার।
ফলে দুই ছবির সঙ্গে এবারে পয়লা বৈশাখের মজা ডাবল! নতুন পোশাকে, হালখাতা সেরে কখন কোন ছবি দেখতে যাবেন এই বিশেষ দিনে প্ল্যান করলেন নাকি?