বাংলা নিউজ > বায়োস্কোপ > বড় পর্দায় শেষ কাজ ‘নায়ক’ অভিষেকের, ‘পঞ্চভূজ’-এর সফরে সঙ্গী সোমা, কণীনিকা

বড় পর্দায় শেষ কাজ ‘নায়ক’ অভিষেকের, ‘পঞ্চভূজ’-এর সফরে সঙ্গী সোমা, কণীনিকা

শেষ ফিচার ফিল্ম ‘পঞ্চভূজ’-এ নায়কের ভূমিকায় অভিষেক

অভিষেক চট্টোপাধ্যায়ের অভিনীত শেষ ফিচার ফিল্ম ‘পঞ্চভূজ’। ছলবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। শনিবার মুক্তি পেতে চলেছে ছবির পোস্টার, গান।

কথায় আছে শেষ বাজি যার, সব বাজি তাঁর। এক সময় মনে অনেক রাগ-অভিমান নিয়ে বড়পর্দা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অকালেই চলে গিয়েছেন তিনি। তবে তাঁর বড়পর্দার প্রতি ছিল অগাধ টান। তাই তো জীবনের অন্যতম শেষ কাজ বড়পর্দায় ফের নায়ক হয়েই তিনি।

বিগত কয়েক দশক ধরে বাংলা সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র অভিষেক চট্টোপাধ্যায়। রানা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ‘পঞ্চভূজ’ ফিচার ফিল্মে মুখ্য় ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিতে ‘রাঘব’ হয়ে ধরা দেবেন তিনি। প্রযোজনায় সৌমেন চট্টোপাধ্যায়। ছবিতে আরও অভিনয় করেছেন সোমা বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়।

ছবির কেন্দ্রীয় চরিত্র রাঘব পঞ্চভূজ এক আশ্রমের বাসিন্দা। শহর থেকে অনেক দূরে সেই আশ্রম। নিজের ভাবনার দ্বারা, রাঘব সৃষ্টি করতে থাকেন, রামধনুর মতো রঙিন নানান বিষয়বস্তু নিয়ে সহজ সরল শিল্পকর্ম। আশেপাশের উপাদান থেকে যা তিনি পেয়ে যান। এমনকি, নিজের শিক্ষা বুদ্ধি ও কল্পনার মাধ্যমে, অতি সাধারণের মধ্য থেকেই খুঁজে নেন নিজের সহকর্মী ও শিল্পের কলাকুশলীদের।

রাঘব-এর ভাবনা অনুসরণ করে এগোবে ‘পঞ্চভূজ’-এর গল্প। এরমধ্যেই রাঘবের একান্ত ব্যক্তিগত কিছু সংকট উঠে আসে। রাঘব কী পারবে, সেই সংকট কাটিয়ে উঠতে? দীর্ঘ দিন পরে ফের বড় পর্দায় ফিরছিলেন অভিষেক। কিন্তুই এরই মধ্যে জীবনের ছন্দপতন। শনিবার মুক্তি পেতে চলেছে ছবির পোস্টার, গান। এই ছবিতেই শেষবার বড় পর্দায় দেখা মিলবে অভিষেক চট্টোপাধ্যায়ের।

 

বন্ধ করুন