বাংলা নিউজ > বায়োস্কোপ > Badami Haynar Kobole: বেপরোয়া গোয়েন্দা দীপক চ্যাটার্জি এবার বড়পর্দায়, আবির সহ বাকিদের ফার্স্ট লুক প্রকাশ্যে

Badami Haynar Kobole: বেপরোয়া গোয়েন্দা দীপক চ্যাটার্জি এবার বড়পর্দায়, আবির সহ বাকিদের ফার্স্ট লুক প্রকাশ্যে

বেপরোয়া গোয়েন্দা দীপক চ্যাটার্জি এবার বড়পর্দায়

Badami Haynar Kobole: স্বপনকুমারের লেখা গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জি এবার বড় পর্দায়। বাদামী হায়নার কবলে ছবিতে গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন আবির। অন্যান্য চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, প্রমুখকে।

ব্যোমকেশ বলুন বা ফেলুদা এরা সকলেই বেশ রয়ে সয়ে কেস সলভ করতে পারদর্শী। এদের মগজাস্ত্র প্রতিটা সিন, প্লট ভেবে খুনিকে ধরে, তবে সকলের এই চেনা গোয়েন্দাদের থেকে বাংলার, বাঙালির যে গোয়েন্দা একেবারেই আলাদা তিনি হলেন দীপক চ্যাটার্জি। আর সেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো, মুহূর্তে ছদ্মবেশ ধারণ করতে পারা, অন্ধকারে লক্ষ্যভেদ করতে পারা দীপক চ্যাটার্জি এবার ফিরছেন পর্দায়। হ্যাঁ, বইয়ের পাতা থেকে উঠে এবার তিনি সেলুলয়েডের পর্দায় ধরা দেবেন। সমরেন্দ্রনাথ পাণ্ডে ওরফে যাঁকে সকলেই স্বপনকুমার নামে চেনেন তাঁর সৃষ্ট চরিত্র দীপক চ্যাটার্জিকে এবার বড় পর্দায় দেখা যাবে।

ইন্দুবালা ভাতের হোটেল খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে দীপক চ্যাটার্জি পর্দায় আসবে। তাঁর এই ছবির নাম হতে চলেছে শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে। এই খবর অবশ্য আগেই HT বাংলা জানিয়েছিল। এখানে প্রধান ভূমিকায় অর্থাৎ গোয়েন্দা চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত এর আগে বাংলার দর্শক আবিরকে ফেলুদা, ব্যোমকেশ, সোনাদা, প্রভৃতি গোয়েন্দা চরিত্রে দেখেছেন। এবার তিনি ধরা দেবেন দীপক চ্যাটার্জি হয়ে।

আরও পড়ুন: কাঠমাণ্ডু নয়, অনীক দত্তের জন্য এবার ‘যত কাণ্ড কলকাতাতেই’, থাকছেন আবির

কিন্তু যেখানে এখন বাংলায় অহরহ গোয়েন্দা ছবি সিরিজ তৈরি হচ্ছে, ফেলুদা, ব্যোমকেশ, একেন, সোনাদা, মিতিন মাসিতে ভরপুর বাংলা চলচ্চিত্র জগৎ সেখানে আবার নতুন করে গোয়েন্দা চরিত্র কেন? এই প্রসঙ্গে ছবির পরিচালক দেবালয় আনন্দবাজারকে জানিয়েছেন, 'ব্যোমকেশ, ফেলুদাকে নিয়ে এত ছবি হয়েছে যে আমরা সেই চরিত্রগুলিকে নিংড়ে শেষ করে দিয়েছি। ফলে চর্বিতচর্বণ থেকে বেরোনো প্রয়োজন। আর বাংলার সাহিত্য ভান্ডার কেবল এটুকুতেই সীমাবদ্ধ নয়, সেটা বিরাট। স্বপনকুমারের লেখা এগুলোর তুলনায় অনেক আলাদা, সেখানে কল্পনার ডানা মেলার অনেক জায়গা আছে। এই ছবি একটা অন্য জগতের খোঁজ দেবে।' পরিচালকের মতে এখনকার দর্শক বা চিত্রনির্মাতারা এত বেশি পলিটিক্যালি কারেক্ট হয়ে গিয়েছেন যে তাঁরা আর কল্পনা শক্তিকে ব্যবহার করতে পারেন না।

এই ছবিতে আবির চট্টোপাধ্যায় ছাড়াও স্বপনকুমারের চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, রতনলাল অর্থাৎ গোয়েন্দার সহকারী হিসেবে থাকবেন প্রতীক দত্ত। শ্রুতি দাসকে একদম অদেখা লুকে দেখা যাবে এখানে। এটি একটি ফিকশন ঘরানার ছবি হতে চলেছে। এই ছবির সব কিছুই যেন লার্জার দ্যান লাইফ। তবে গল্পে গোয়েন্দাকে যেমন বর্ণনা করা হয়েছে যে একহাতে উদ্যত পিস্তল, অন্য হাতে জ্বলন্ত টর্চ সেভাবেই আবিরের লুক এবং প্রথম পোস্টার তৈরি করা হয়েছে। গল্পের সঙ্গে লুকের সামঞ্জস্য রেখেছেন পরিচালক। আগামী নভেম্বর মাসে মুক্তি পেতে চলছে এই ছবিটি।

বন্ধ করুন