বলিপাড়ার নয়া প্রজন্মের অন্যতম ফিট অভিনেতার তালিকায় যে রয়েছেন করণ ওয়াহি, এ নিয়ে কোনও তর্ক নেই। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা, অভিনয়ের তুলনায় বরাবরই বেশি চর্চিত করণের সুঠাম, পেশীবহুল চেহারা। তবে সদ্য বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে এই বলি-অভিনেতার। আর সেই ছবি দেখে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে নেটদুনিয়ায়।
সদ্য ইনস্টাগ্রাম পেজে নিজের তিনটি ছবি পোস্ট করেছেন করণ। আর সেইসব ছবিতে বর্তমানে করণের চেহারা দেখে চোখ কপালে উঠেছে তাঁর অনুরাগীদের। কোথায় করণের সেই পেশীবহুল চেহারায় থরে থরে সাজানো সিক্স প্যাক অ্যাবস? বদলে বেশ রোগা চেহারায় শোভা পাচ্ছে নধরকান্তি ছোট্ট একটি ভুঁড়ি। মুখেও জমেছে বেবি ফ্যাট। আসলে নিজের মোট তিনটি ছবি পোস্ট করেছেন করণ। একটি ছবিতে দেখা যাচ্ছে লকডাউন ঘোষণার আগে অতিপরিচিত করণের সেই 'ফিট অ্যান্ড হিট অ্যাবস' চেহারা। গালে যত্ন করে ছাঁটা দাড়ি, চোখে সানগ্লাস এবং শর্টসে করণের চেহারা দেখে মুগ্ধ হবেন না এমন দর্শক বিরল। দ্বিতীয় ছবিখানায় সথেকে বিপজনক। আয়নার সামনে দাঁড়িয়ে নেওয়া সেই নিজস্বীতে কৃশকায় ও ছোট্ট নোয়াপতি ভুঁড়িওয়ালা করণকে দেখে অনুমান শক্ত ইনিই প্রথম ছবির সেই দারুণ সুঠাম চেহারার যুবক।
তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে এই সময়ে দাঁড়িয়ে বলি-অভিনেতার চেহারা। দ্বিতীয় ছবির তুলনায় সেই চেহারা খানিকটা শক্তপোক্ত হলেও 'পুরোনো করণ'-এ ফিরে যেতে যে তাঁকে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে সেকথা ছবি থেকেই ভীষণভাবে স্পষ্ট। ছবির সঙ্গে করণের ক্যাপশন এবং সাহসের তারিফ করেছে নেটিজেনরা। ' যাঁর মনে করেন শরীরে সবসময় অ্যাবস যে দারুণ শেপে থাকে, এই ছবি তাঁদের বোঝানোর যে এ স্রেফ বাজে কথা!' ছবির ক্যাপশনে এই বলি-অভিনেতা লিখেছেন।
প্রসঙ্গত, ছোটপর্দার 'রিমিক্স','দিল মিল গয়ে','কুছ তো লোগ কহেঙ্গে' ইত্যাদি জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন করণ। 'ইন্ডিয়ান আইডল','নাচ বলিয়ে' এর মতো রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবেও দর্শকদের সামনে হাজির হয়েছিলেন করণ।