২বছর আগের ঘটনা, ২০২১-এর ২৮ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েন স্ত্রী সংযুক্তা ও মেয়ে ডল। সংযুক্তা আগেই জানিয়েছিলেন তাঁরা মানেনই না যে অভিষেক চলে গিয়েছেন। তাঁদের কাছে অভিষেক শুধুমাত্র শারীরিকভাবেই নেই, তবে আসলে তিনি তাঁদের সঙ্গেই রয়েছেন। আর সেকারণেই সংযুক্তা জানিয়েছেন, অভিষেক তাঁর সঙ্গেই রয়েছেন, এই বিশ্বাস নিয়েই তিনি সিঁদুরও খেলবেন।
সামাজিক নিয়ম অনুসারে হিন্দু বিধবারা সিঁদুর পড়েন না, পুজোয় সিঁদুর খেলেনও না। এদেশের বেশিরভাগ মহিলারা এই নিয়মই মেনে চলেন। তবে অভিষেক ঘরণী সংযুক্তা মুক্তমনা। তিনি অভিষেক আছেন, এই বিশ্বাস নিয়েই এবছর সিঁদুর খেলবেন। এবিষয়ে টিভি নাইনকে সংযুত্তা জানান, আমি এবারও সিঁদুর খেলব, মায়ের পায়ের সিঁদুর। কারণ, অভিষেক সশরীরে নেই, তবে আমি এখনও অভিষেকের স্ত্রী। বিয়ের দিন ও আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিল, তাই আমি ওটা ওঁর জন্য পরতেই পারি। যদিও আমি অভিষেককে ভুলে অন্য কাউকে বিয়ে করতাম, তাহলে ওঁর সঙ্গে আমার বিচ্ছেদ হত। তবে সে সম্ভবনা নেই, আমি চিরকাল ওঁর স্ত্রী হয়েই থাকব। ওঁকে এখনও অন্তর থেকে ভালোবাসি, ওঁর পরিচয়েই বেঁচে আছি। সমাজের কোনও রীতি এটার বিরুদ্ধে আমায় নিয়ে যেতে পারবে না। আমি এখনও অভিষেকের দেওয়া নোয়া পরি। যদিও এটা আমির ব্যক্তিগত মতামত, অন্য কারোর মতের সঙ্গে নাও মিলতে পারে, না মিললেও কোনও ব্যাপার নয়।'
আরও পড়ুন-স্ত্রীকে কীভাবে খুশি রাখেন? জানালেন দীপঙ্কর, এদিকে নায়িকা দোলনের নাটক ২২ বার দেখেছেন সৌরভ!
আরও পড়ুন-গরিব শিশুর বোন ম্যারো প্রতিস্থাপন, মোদীর দরবারে তৃণমূলের নুসরত, এল সাহায্য
সংযুক্তা জানিয়েছিলেন, অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। তাঁকে সেই যন্ত্রণা থেকে বের করে এনেছিল খোরশেদ ভাবনাগ্রির বই ‘দ্য লজ অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড’। মৃত্যুর পর জীবনের অস্তিত্ব কোথায় সেটা এই বই থেকেই জেনেছেন সংযুক্তা। আর তাই তিনি বিশ্বাস করেন, অভিষেক তাঁকে ছেড়ে যাননি।
প্রসঙ্গত, অভিনেতা, স্বামী অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্য়ুর পর ২০২২-এ দুর্গাপুজোর সময় কলকাতায় ছিলেন না সংযুক্তা। মেয়ে ডলকে নিয়ে কেরল চলে গিয়েছিলেন বেড়াতে। তবে এবার তিনি কলকাতাতেই আছেন, প্রিন্স আনোয়ার শাহ রোডের অ্যাপার্টমেন্টে দুর্গাপুজো করছেন অভিষেক ঘরণী সংযুক্তা। ষষ্ঠী থেকে দশমী সব নিয়মই পালন করছেন তিনি।