অসুস্থ ছোট্ট একটি শিশু, নাম শুভ মণ্ডল। যে কিনা সন্দেশখালির বাসিন্দা। শিশুটির বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশানের (অস্থিমজ্জার প্রতিস্থাপন) কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ছিল বড় অঙ্কের টাকা। যে টাকা জোগাড় করার সামর্থ্য ওই শিশুটির পরিবারের ছিল না। কারণ, শিশুটির বাবা পেশায় শ্রমিক। বিষয়টি জানার পরই সাহায্যের জন্য এগিয়ে আসেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লেখেন তিনি। অবশেষে শিশুটির পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে প্রধানমন্ত্রীর দফতর।
শনিবার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট (বর্তমানে X) একটি পোস্ট করেছেন নুসরত জাহান। লিখেছেন, ‘সর্বশক্তিমানের কাছে এটা আমার কৃতজ্ঞতার চেয়েও বেশি.. যে আমি কোনও সাহায্য করতে পেরেছি.. আমি একথা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি কারণ, আমি অভিভূত, আসলে এটি একটি ছোট শিশুর জীবন বাঁচানোর বিষয় ছিল। ঈশ্বর আমাদের সকলকে শক্তি প্রদান করুন যাতে আমরা অন্যদের সাহায্য করার জন্য সামান্য কিছু করতে পারি।’
আরও পড়ুন-অমিতাভ বচ্চন আফগান নাগরিক! Big Bকে পছন্দ, তবে শাহরুখকে নিয়ে কী বলছে তালিবানরা?
আরও পড়ুন-'কনসার্ট চলাকালীনই খতম করে দেব', সলমনের ছবির গায়িকাকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোইয়ের
আরও পড়ুন-পাপারাৎজির উপর বেজায় চটলেন তাপসী, নেটপাড়া বলছে, ‘ইনি তো ভবিষ্যতের জয়া বচ্চন’
পুরো বিষয়টি জানতে নুসরতের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয় হিন্দুস্তান টাইমসের তরফে। তিনি জানান, ৩ বছর বয়সী শুভ মণ্ডল নামে ওই শিশুটির বাড়ি সন্দেশখালিতে, যেটা নুসরত জাহানের বসিরহাট সংসদীয় এলাকার মধ্যে পড়ছে। শিশুটির বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশানের (অস্থিমজ্জার প্রতিস্থাপন) কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। শিশুটির বাবা পেশায় একজন শ্রমিক। নুসরতেই প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লিখে পুরো বিষয়টি জানান। অবশেষে সেই চিঠির উত্তর এসেছে। শিশুর অস্ত্রোপচারের জন্য ৩ লক্ষ টাকার প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের তরফে দেওয়া হচ্ছে। আগামী ১০ অক্টোবর শিশুটির অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগেও শিশুদের সুরক্ষা সহ বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসতে দেখা গিয়েছে সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে। ব্যক্তিগত জীবনে নুসরতও এক সন্তানের মা। সম্প্রতি নবী দিবসে পার্কস্ট্রিটের এক অনাথ আশ্রমে গিয়ে সময় কাটাতে দেখা গিয়েছিল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে। নিজের হাতে প্লেটে সাজিয়ে বিরিয়ানি পরিবেশন করেছিলেন নুসরত।