পথ দুর্ঘটনায় মারাত্মক জখম দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী নায়ার। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অরুন্ধতী। ১৪ মার্চ বাইক দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি রয়েছেন অরুন্ধীর ভাই-ও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেত্রীর বোন।
কেরালার অনন্থপুরী হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন অরুন্ধতী নায়ার। গত চারদিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। অভিনেত্রীর বোন আরতি নায়ার অভিনেত্রীর দুর্ঘটনার খবর সকলকে জানিয়ে সোমবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, ‘আমরা সকলের উদ্দেশে বলতে চাই, আমার বোন অরুন্ধতীর তিন দিন আগে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তে খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন। জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে রয়েছেন। শারীরিক অবস্থার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। এই মুহূর্তে তিরুবনন্তপুরমের অতন্থপুরী হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’
আরও পড়ুন: অবশেষে প্রযোজকের সঙ্গে মিটল ঝামেলা, 'এত দূর গড়ানোটা এড়ানো যেত..', বললেন অপূর্ব
আরও পড়ুন: সলমনের হাত ধরে বলিউডে ডেবিউ করছেন আরহান? ছেলেকে নিয়ে ‘বিশেষ কথা’ জানালেন আরবাজ
জানা গিয়েছে, কোবালাম রোডে দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর চোট লেগেছে অরুন্ধতীর মাথায়। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে নিজের ভাইয়ের সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনায় অভিনেত্রীর ভাইও গুরুতর আহত হয়েছেন। মালায়লাম এবং তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রীকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
২০১৪ সালে প্রথমবার বড়পর্দায় কাজ শুরু অরুন্ধতী। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল ছবি পোঙ্গি এজহু মনোহরা থেকে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির শয়তান। এই ছবি থেকে হইচই ফেলে দিয়েছিলেন অরুন্ধতী। বিজয় অ্যান্টনির সঙ্গে ‘শয়তান’ ছবিতে অভিনয় করে সুখ্যাতি অর্জন করেন। ২০২৩- এ ‘আইয়িরাম পোরকাসুখুল’ ছবিতে শেষবার দেখা যায় অরুন্ধতীকে।
অভিনেত্রী আহত হয়ে হাসপাতে ভর্তি খবর আসার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন অরুন্ধতী ভক্তরা। সকলের তাঁর সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।