বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav at Dadagiri: দাদাগিরির মঞ্চে মাউথ অর্গানে 'পুরানো সেই দিনের কথা' বাজালেন শুভ্রজিৎ, থাকতে না পেরে সাহেব, জয়তীরা…

Sourav at Dadagiri: দাদাগিরির মঞ্চে মাউথ অর্গানে 'পুরানো সেই দিনের কথা' বাজালেন শুভ্রজিৎ, থাকতে না পেরে সাহেব, জয়তীরা…

দাদাগিরি-তে শুভ্রজিৎ-এর মাউথ অর্গান

'মাউথ অর্গান' বাজিয়ে সকলকে চমকে দিলেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। মাউথ অর্গানে 'পুরনো সেই দিনের কথা'- সুর তুলে সকলকে মুগ্ধ করলেন শুভ্রজিৎ। তিনি বাজাতে শুরু করতেই মুগ্ধ হয়ে 'আহা' বলে উঠতে শোনা গেল জয়তীকে। আর থাকতে না পেরে সাহেবও গেয়ে উঠলেন সেই গান

উপলক্ষ্য নববর্ষ উদযাপন। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত 'দাদাগিরি'র মঞ্চে আরও একবার তারকা সমাগম। অভিনেতা শুভ্রজিৎ দত্ত থেকে গায়ক অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী সুদীপ্তা চট্টোপাধ্যায়, গায়িকা জয়তী চক্রবর্তী, শুভমিতা বন্দ্যোপাধ্যায়রা হাজির হয়েছিলেন। তাঁদের সকলের সঙ্গেই সুন্দর একটা সময় কাটাতে দেখা গেল 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

এরই মাঝে 'মাউথ অর্গান' বাজিয়ে সকলকে চমকে দিলেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। মাউথ অর্গানে 'পুরনো সেই দিনের কথা'- সুর তুলে সকলকে মুগ্ধ করলেন শুভ্রজিৎ। তিনি বাজাতে শুরু করতেই মুগ্ধ হয়ে 'আহা' বলে উঠতে শোনা গেল জয়তীকে। আর থাকতে না পেরে সাহেবও গেয়ে উঠলেন সেই গান। 'পরিচিত' ও ‘জনপ্রিয়’ এই গান শুনে গাইলেন জয়তী, শুভমিতারা। ‘দাদা’ সৌরভকে মুগ্ধ হয়ে, হাসিমুখে গান শুনতে দেখা গেল। গান শেষ হতেই হাততালি দিয়ে উঠলেন মুগ্ধ দাদা।

আরও পড়ুন-'রাস্তায় লোকজন দেখলে এখন বলে ধ্যাষ্টা জ্যাঠু’! 'নিম ফুলের মধু'র জ্য়াঠামশাই-এর কথায় হেসে লুটোপুটি রচনা

আরও পড়ুন-রীতি মেনে রূপোর পাত্রে মেয়ের পা ধুইয়ে দিলেন, চৈত্র অষ্টমীতে কুমারী পুজো করলেন শিল্পা শেট্টি

এদিকে এই আসরেই ‘দাদা’ সৌরভের কাছে পেরেন্টিং টিপস চেয়েছিলেন গায়িকা জয়তী চক্রবর্তী। জয়তী বলেন,'শুনেছি সানার সঙ্গে তোমার একটা সুন্দর আন্ডার স্ট্যান্ডিং রয়েছে। ছেলেমেয়েদের একটা বয়সের পর এই যে বাবা-মায়ের সঙ্গে আন্ডার স্ট্য়ান্ডিং। সেটা কীভাবে রাখো? কারণ, আমার ছেলেও এবার কলেজে যাবে। এই পরিস্থিতিতে ওদের কীভাবে ট্রিট করা উচিত?' 

উত্তরে সৌরভ বলেন, ‘দিদি কোনও আন্ডার স্ট্যান্ডিং নেই। অনলি ওয়ান ওয়ে স্ট্যান্ডিং। বাবা-মাকেই একপক্ষ অ্যাডজাস্ট, আন্ডার স্ট্যান্ডিংয়ে যেতে হয়, এই ভেবে, যে ও আমার পুত্র বা কন্যা, তাই আমাকে এটা করতেই হবে। পেরেন্টস থেকে চিল্ড্রেন, শুধুই ওয়ান ওয়ে।’ সৌরভের এমন কথায় না হেসে পারেননি জয়তী। তবে সৌরভ খুব স্পষ্টভাবেই আজকালকার ছেলেমেয়েদের সঙ্গে বাবা-মায়ের সম্পর্কের অবস্থানটা দেখিয়ে দিয়েছেন বলে মনে করছে নেটপাড়া।

বায়োস্কোপ খবর

Latest News

Relationship Tips: বার বার সরি বলা থেকে কীভাবে রেহাই পাবেন? শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিন্দু কলেজের প্রাক্তনী, জানেন তাঁর পরিচয় শনিবারের বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও বাম দলগুলির পরামর্শ নেবেন ইউনুস ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শান্ত, টাইগার বধের পর মিমের ছড়াছড়ি ….চাইব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসো; বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে মজা গাভাসকরের চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে তালাবন্দি রাখার হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি বিধায়ক যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির? অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.