১৫ এপ্রিল ২০২৪, দুপুর ১২ বেজে ১১ মিনিট থেকে ১৬ এপ্রিল দুপুর ১টা বেজে ২৩ মিনিট। এই সময়টাতেই পড়েছে চৈত্র শুক্লার অষ্টমী তিথি। যদিও উদয় তিথি অনুসারে অষ্টমী পুজো পড়েছে ১৬ এপ্রিল। এই অষ্টমী তিথিতে যজ্ঞ, কুমারী পুজো বা কন্যা পুজোর শুভ সময় পড়েছে সকাল ৭টা ৫১ থেকে দুপুর ১০.৪১ পর্যন্ত। আবার দুপুর ১.৩০ থেকে ২.৫৫ মিনিট পর্যন্তও সময় রয়েছে। আর এই তিথি মেনেই কুমারী পুজো করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি।
মেয়ে সামিশা শেট্টিকে পুজো করেই অষ্টমী তিথি উদযাপন করলেন শিল্পা শেট্টি। রবিবার নিজের ইনস্টাগ্রামে সেই সুন্দর পবিত্র মুহূর্তটি তুলে ধরেছেন শিল্পা। এদিনে মেয়ে সামিশাকেই দেবী রূপে পুজো করেন শিল্পা। এদিন পুজোর সময় রূপোর পাত্রে মেয়ের পা ধুইয়ে দিতে দেখা যায় শিল্পাকে। পরে মেয়ের আরতিও করেন তিনি। সেই ভিডিয়ো পোস্ট করে শিল্পা ক্যাপশানে লিখেছেন, ‘আজ অষ্টমীর শুভক্ষণ উদযাপন করছি। আমাদের নিজের দেবী সামিশারকে কন্যা পুজোর মাধ্যমে পুজো শুরু করছি। পরম দেবী মহাগৌরী সকলকে সমৃদ্ধি, প্রেম এবং শান্তি দিয়ে আশীর্বাদ করুন। জয় মাতা দি।’
এর আগে দুর্গাপুজোর সময়ও কন্যা পুজো করতে দেখা গিয়েছিল শিল্পাকে। যাঁকে কিনা বাঙালিরা 'কুমারী পুজো' বলে থাকেন। সেই মুহূর্তের ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শিল্পা।
প্রসঙ্গত, কুমারী পূজা হলো তন্ত্রশাস্ত্রমতে অনধিক ষোলো বছরের কোনও রজঃস্বলা নয় এমন কোনও কুমারী মেয়ের পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। মূলত ব্রাহ্মণ কন্যা, কোনও কোনও ক্ষেত্র অন্য গোত্রের কন্যারও কুমারী পুজোর অংশ করা হয়। নারী শক্তিকে শ্রদ্ধা জানানোর এটা একটা রীতি। ১৯০১ সালে বেলুরমঠে ৯জন কুমারী মেয়ের পুজো করেছিলেন খোদ স্বামী বিবেকানন্দ। সেই রীতি এখনও বেলুরমঠে পালিত হয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এই রীতি পালন করা হয়ে থাকে।
এদিকে আবার ১৬ এপ্রিল দুপুর থেকে ১৭ এপ্রিল বিকেল পর্যন্ত পড়েছে চৈত্র নবরাত্রির নবমী। মূলত ১৭ এপ্রিলই মহানবমী পালিত হবে। ওই দিন সিদ্ধিদাত্রীর দেবীমায়ের নবম রূপ পূজিত হবে। আবার ওইদিন রামনবমীও বলা হয়। নবমী তিথিতে যজ্ঞ বা কন্যা পুজো করার শুভ সময় হল সকাল ৬.৩০ থেকে ৭.৫১ মিনিট পর্যন্ত আবার দুপুরে ১.৩০ থেকে ২.৫৫ পর্যন্ত এই পুজো করা যাবে।