বাংলা নিউজ > বায়োস্কোপ > Koel Mallick: কেক থেকে বাড়ির বাগানে ক্রিসমাস ট্রি তৈরি, ছেলে কবীরের সঙ্গে বড়দিন জমল কোয়েলের

Koel Mallick: কেক থেকে বাড়ির বাগানে ক্রিসমাস ট্রি তৈরি, ছেলে কবীরের সঙ্গে বড়দিন জমল কোয়েলের

কোয়েলের ক্রিসমাস

এদিন নিজের বাড়ির বাগানেও ছেলের সঙ্গে মিলে কোয়েলকে ক্রিসমাস ট্রি সাজাতে দেখা গেল। সেখানেও ছিল আরও বেশকিছু শিশু। দূরে একটা চেয়ারে বসে থাকতে দেখা গেল কোয়েলের বাবা-মা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিককে। কখনও আবার কবীরকে বাড়ির জানালায় ক্রিসমাসের স্টিকার লাগাতে সাহায্য করলেন বাবা নিসপাল সিং রানে

ক্রিসমাস মানেই কেক, আর ছুটির মজা, বেড়াতে যাওয়া কিংবা কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো। আর ছোটদের কাছে বড়দিনের মজাটা একটু বেশিই উপভোগ্য। এবার বড়দিনটাও বহু তারকাকে নিজের মতো করে সেলিব্রেট করতে দেখা গিয়েছে। বাদ গেলেন না কোয়েল মল্লিকও।

অভিনেত্রীর খোলস ছেড়ে বের হয়ে বড়দিনে কোয়েল শুধুই কবীরের মা। বড়দিনটা কোয়েলের কাটল ছোট্ট কবীরের সঙ্গেই। ২৫ ডিসেম্বর সকালে আরও অনেক শিশুর সঙ্গে ‘কিডস পার্টি’র আনন্দ, হুল্লোড়ে মেতে থাকতে দেখা গেল (প্রায়) ৪ বছরের কবীরকে। সকলের সঙ্গে হাত মিলিয়ে ক্রিসমাসের কেকও বানালো কবীর। এক্ষেত্রেও ছেলের সর্বক্ষণের সঙ্গী ছিলেন মা কোয়েল।

আবার এদিন নিজের বাড়ির বাগানেও ছেলের সঙ্গে মিলে কোয়েলকে ক্রিসমাস ট্রি সাজাতে দেখা গেল। সেখানেও ছিল আরও বেশকিছু শিশু। কিছুটা দূরে চেয়ারে বসে থাকতে দেখা গেল কোয়েলের বাবা-মা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিককে। বোঝাই গেলে দাদু-দিদাও তার নাতির ক্রিসমাসের আনন্দে সামিল হয়েছেন। কখনও আবার কবীরকে বাড়ির জানালায় ক্রিসমাসের স্টিকার লাগাতে সাহায্য করলেন বাবা নিসপাল সিং রানে। ক্রিসমাস সেলিব্রেশনের এমনই কিছু টুকরো মুহূর্তের কোলাজ ভিডিয়ো আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোয়েল মল্লিক।

আরও পড়ুন-৪ দিনেই ২৫০ কোটি পার করল প্রভাসের 'সালার', ৫ দিনে কোথায় দাঁড়িয়ে শাহরুখের ‘ডাঙ্কি’?

আরও পড়ুন-ক্রিসমাসের সকালে খেয়েছেন বিরিয়ানি, তবে বিকেলে ‘দেবদা’র পার্টিতে সৌমিতৃষা

আরও পড়ুন-প্রশাসনিক ব্যস্ততার ফাঁকেই বিষ্ণপুর মেলায় গান গেয়ে মুগ্ধ করলেন মহকুমা শাসক নেহা

কোয়েলের এই সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে তাঁর অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘মিট্টি কবীরের মিট্টি মা’, কেউ লিখেছেন, খুব সুন্দর মুহূর্ত মেরি ক্রিসমাস কোয়েল দিদি এবং আমাদের লিটল চ্যাম্প কবীর। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন'। যে এই মন্তব্য করেছেন, সে নিজেকে কোয়েলের এক খুদে ভক্ত বলে জানিয়েছে। কারোর মন্তব্য, ‘ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।

তবে এবার প্রথম নয়, কবীর আসার পর থেকেই ক্রিসমাস বেশ সুন্দরভাবে, আনন্দ করেই উদযাপন করেন কোয়েল মল্লিক। গতবছরও নাতি কবীরের জন্য নিজেই সান্তা ক্লজ সেজে হাজির হয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক।

প্রসঙ্গত, ২০২০-র মে মাসে কবীরের জন্ম দিয়েছিলেন কোয়েল। সেবছর কোভিড শুরু হওয়ায় বিধি নিষেধের মধ্যেই কাটিয়েছেন অভিনেত্রী। তবে কোভিড পরিয়ড শেষ হতেই যে কোনও অনুষ্ঠান কবীরের সঙ্গে উদযাপন করেন কোয়েল মল্লিক। প্রসঙ্গত, সুরিন্দর ফিল্মসের কর্ণধার, প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে বিবাহিত জীবনেরও ১১ বছর কাটিয়ে ফেলেছেন কোয়েল মল্লিক। 

 

বায়োস্কোপ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.