অভিনয়ের পর প্রযোজনাতেও হাতেখড়ি হয়েছে কৌশানি মুখোপাধ্যায়ের। গত বছরই রিলিজ করেছিল তাঁর এবং বনি সেনগুপ্তের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘ডাল বাটি চুরমা'। তবে বক্স অফিসে মুখ খুবড়ে পড়েছিল তাঁদের প্রযোজিত এই ছবি। এরপর রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-এ সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী। এবার কাজের সূত্রে ওপার বাংলায় ছুটলেন কৌশানি।
বাংলাদেশের ছবিতে অভিনয় করতে বুধবার ঢাকায় পৌঁছেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শ্যুটিং করতে সেখানে গিয়ে পৌঁছেছেন তিনি। ছবির পরিচালনায় ওপার বাংলার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে কৌশানির বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান। ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে কৌশানিকে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।
আরও পড়ুন: অভিনেতা নয়, বড় হয়ে কী হতে চায় তৈমুর? ছেলের কেরিয়ার স্বপ্ন এখনই ফাঁস করলেন সইফ
আরও পড়ুন: ফের রামমন্দিরে এলেন, করলেন রামলালার দর্শন, অযোধ্য়ায় কোন বিশেষ কাজে গেলেন অমিতাভ বচ্চন
আরও পড়ুন: ‘সেরা সঙ্গী…’, বিবাহবার্ষিকীতে কিয়ারাকে নিয়ে বিশেষ পোস্ট, আবেগে ভাসলেন সিদ্ধার্থ
গত ৯ অক্টোবর মাহিয়া মাহিকে নিয়ে শুরু হয়েছিল ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শ্যুটিং। কিন্তু একদিনের শ্যুটিং করে সিনেমা থেকে সরে দাঁড়ায় মাহি। এই সিনেমা দিয়েই মাতৃত্বকালীন বিরতির পর ফিরেছিলেন মাহি। কিন্তু একদিন শ্যুটিং করেই মুন্নার বিপরীতে কাজ করতে চাননি তিনি। শেষে বন্ধ হয়ে যায় শ্যুটিং।
এক সাক্ষাৎকারে পরীমনিকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন নায়ক ও প্রযোজক মুন্না। তাতেই বাঁধে বিপত্তি। অবশেষে কৌশানি মুখোপাধ্য়ায়কে নিয়ে ফের শুরু হল ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর শ্যুটিং। এই প্রথম প্রথম মুন্নার বিপরীতে কাজ করতে চলেছেন তিনি। ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে আরও অভিনয় করছেন মৌসুমি, মিশা সওদাগর ও নবাগত মুন্না খান।
প্রসঙ্গত, কৌশানি অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়া রে’। যদিও এখনও পর্যন্ত মুক্তি পায়নি ছবিটি। এ বার দ্বিতীয় ছবি করছেন ও পার বাংলায় এই টলি সুন্দরী।