শ্যুটিংয়ের কাজ নিয়ে মারাত্মক ব্যস্ত অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্য়ায়। এরই মধ্যে অভিনেত্রীর বাড়িতে বিরাট দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে। তবে একটুর জন্য বেঁচে গিয়েছে পূজা ও তাঁর পরিবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছেন অভিনেত্রী।
নিজের ইনস্টা স্টোরিতে পূজা লেখেন- ‘একটুও জন্য বেঁচে গেলাম৷ বাড়িতে আগুন লেগে গিয়েছিল৷ ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবার এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি’৷ পূজার পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। আরও পড়ুন: ‘তুমি আমার পৃথিবী’, মেয়েকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট অর্জুনের
উল্লেখ্য, আপাতত নতুন কাজ নিয়ে ব্যস্ততা অভিনেত্রীর। তাঁকে আগামীতে দেখা যাবে ক্যাবারে নর্তকী চরিত্রে। আড্ডাটাইমসের নতুন সিরিজ ‘ক্যাবারে’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা। আরও অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্য়ায়। ক্যাবারে নর্তকী চরিত্রে পূজার ফার্স্ট লুকও দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
ছয়ের এবং সাতের দশকের কাঠামোয় কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শ্যুট করা হয়েছে এই ওয়েব সিরিজের। ক্যাবারে ড্যান্সার মিস এলিনার চরিত্রে দেখা যাবে পূজাকে। আর নকশাল জঙ্গির ভূমিকায় থাকছেন সত্যম ভট্টাচার্য। তাঁর চরিত্রের নাম স্বরূপ। একটি প্রত্যন্ত গ্রামের এক অল্পবয়সী মেয়ের কলকাতার সেরা ক্যাবারে নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প।
গল্পে এই প্রেম নাটকীয়ভাবে সমসাময়িক উগ্র রাজনীতি, সামাজিক জাতিভেদ, শ্রেণী সংগ্রাম এবং মানবিক সম্পর্কের অধীনে মোড়ানো। সিরিজটি নির্দেশনা করছেন উৎসব মুখোপাধ্যায়। প্রথমবারের মতো ক্যাবারে নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্য়ায়কে।
এই চরিত্রে অভিনয় করে পূজা বলেছেন, ‘আমি সবসময় মিস এলিনার মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। ক্যাবারেতে খুব সুন্দর একটা প্রেমের গল্প রয়েছে। একজন অভিনেতা হিসেবে আমি খুব কম সুযোগ পেয়েছি। মিস এলিনার চরিত্রে অনেকগুলি শেড রয়েছে। ক্যাবারে মুক্তির পর সেগুলো সবাই দেখতে পাবে।’ আগামী ২৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমসে মুক্তি পাবে ক্যাবারে।